NE UpdatesAnalyticsBreaking News
যৌন নির্যাতনের বলি শিশুর পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ
ওয়ে টু বরাক, ৬ মে ঃ যৌন নির্যাতনের বলি হওয়া শিশুর পরিচয় তথা তাদের পরিবারের সম্পূর্ণ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে আসাম পুলিশ। রাজ্য পুলিশের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। যৌন নির্যাতনের বলি হওয়া শিশু বা এই ধরনের শিশুর পরিচয় সংবাদ মাধ্যমে প্রকাশের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিরক্ত আসাম পুলিশ। আর সে জন্যই এই কড়া নির্দেশ জারি করা হয়েছে। সম্প্রতি মার্ঘেরিটায় যৌন নির্যাতনের বলি হয়ে মৃত্যু হওয়া একটি শিশুর সবিশেষ তথ্য রাজ্যের একাংশ সংবাদ মাধ্যম বার বার সম্প্রচার করেছিল। এতে বিরক্ত হয়েই আসাম পুলিশ শুক্রবার রাতে একটি নির্দেশনা জারি করে।
আসাম পুলিশের জারি করা এই সতর্কবার্তায় পকসো আইনের ২৩ (২) ধারার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই আইনের ধারা অনুসারে যৌন নির্যাতনের বলি হওয়া কোনও শিশুর পরিচয় অর্থাৎ নাম, ঠিকানা, ফটো, পরিবারের তথ্য, অধ্যয়নরত বিদ্যালয়ের নাম, পার্শ্ববর্তী এলাকা বা অন্য কোনও সবিশেষ তথ্য প্রকাশ করাটা নিষিদ্ধ, যার মাধ্যমে শিশুর পরিচয় প্রকাশ হতে পারে। অর্থাৎ এই আইনের অধীনে যৌন নির্যাতনের বলি হওয়া শিশুর নাম প্রকাশ করাটাই শুধুমাত্র নিষিদ্ধ নয়, সংবাদ মাধ্যমে শিশুটির ব্যাপারে কোনও তথ্যই প্রকাশ করা যাবে না।
উল্লেখ্য, এ ধরনে ঘটনা এর আগেও সংঘটিত হয়েছে। কিন্তু পুলিশ এ ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেয়নি। তবে পুলিশ বর্তমানে বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেজন্যই সামাজিক মাধ্যমে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।