NE UpdatesBarak UpdatesHappenings

আসু-অগপ সংঘাত বাড়ছে
AASU-AGP distance widens

২৯ ডিসেম্বর: আসু থেকেই অগপর সৃষ্টি৷ এখন আসুর কাছ থেকেই সবচেয়ে বেশি নিন্দামন্দ শুনতে হচ্ছে অগপ নেতাদের৷ বিশেষ করে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়েও তারা একেবারে লেজেগোবরে৷ আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জল ভট্টাচার্য ও সভাপতি দীপাঙ্ক নাথ রবিবারও তীক্ষ্ণ শব্দবাণে বিদ্ধ করেন তাঁদের৷ অগপ নেতাদের তারা বিশ্বাসঘাতক, পদলেহনকারী ইত্যাদি বিশেষণে ভূষিত করেন৷ তাচ্ছিল্যের ঢঙে সমুজ্জল বলেন, একবার তারা বিলটিকে ভাল বলে এর পক্ষে সংসদে ভোট দিয়েছেন৷ আর এখন সেটি আইনে পরিণত হওয়ার পরে বিরোধিতার কথা শোনাচ্ছেন৷ বলছেন, সুপ্রিম কোর্টে যাবেন৷

Rananuj

অগপ সভাপতি অতুল বরা রবিবার বিজেপির সঙ্গে থাকার কারণ ব্যাখ্যা করেন৷ কিন্তু সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে টুঁ শব্দটি করেননি৷ বরং বিজেপির শান্তিসভায় উপস্থিত থেকে আইনের পক্ষের হাজারও যুক্তিই গলাধঃকরণ করতে হয়৷ অতুল বরা বলেন, কংগ্রেসের ভুল নীতির জন্যই তারা বিজেপির সঙ্গে রয়েছেন৷ তাঁর অভিযোগ, কংগ্রেস আমলে বিদেশি আমদানি করে ভোটব্যাঙ্ক মজবুদ করা হয়েছে৷ উল্টোদিকে, নরেন্দ্র মোদি ও সর্বানন্দ সোনোয়াল রাজ্যবাসীর স্বার্থে কাজ করে চলেছেন৷ কংগ্রেস যে সব কাজ ফেলে রেখেছিল, সোনোয়াল সেগুলি করছেন৷

অসম চুক্তিকে রক্ষাকবচ বলে উল্লেখ করে অতুলবাবু পুরনো কথাই নতুন করে শোনান৷ বলেন, চুক্তির ৬ নং ধারা বাস্তবায়নে তাঁরা আওয়াজ তুলেছেন৷ ওই ধারাতেই অসমিয়াদের ভাষা-সংস্কৃতির রক্ষণাবেক্ষণ চেয়েছেন৷ দাবি করেছেন, বিধানসভার ৯০ শতাংশ এবং সংসদের সবকটি আসন অসমিয়াদের জন্য সংরক্ষণ করতে হবে৷ আসু নেতা সমুজ্জল ভট্টাচার্য তাঁকে কটাক্ষ করেন, আগে ৫ নং ধারার বাস্তবায়ন হোক৷ পরে আসবে ৬ নংয়ের কথায়৷ ৫ নং ধারাতে বিদেশি চিহ্নিতকরণের কথা বলা হয়েছে৷ সেটিই হয়নি৷ এখন সংশোধিত নাগরিকত্ব আইনে এর উল্টোটা হতে চলেছে৷

মুখ্যমন্ত্রী সোনোয়ালও আসুর আন্দোলনের মধ্য দিয়ে তাঁর নেতা হওয়ার কথা উল্লেখ করেন৷ তাঁর দাবি, তাই দায়িত্ব পেয়েই ওই আন্দোলনে শহিদদের পরিবারে ৫ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন৷ গুলিতে জখমদের দিয়েছেন ২ লক্ষ টাকা করে৷ গুয়াহাটিতে শহিদ স্মারক বানাচ্ছেন৷ কোনও অবস্থায় নতুন করে একজন বিদেশিকেও ঢুকতে দেবেন না বলে তিনি ফের অঙ্গীকার করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker