Barak UpdatesHappeningsBreaking News

মৃদুলকান্তি চক্রবর্তী স্মরণে, লিখেছেন অমৃত মজুমদার

অমৃত মজুমদার

১৬ জুন: ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ট্রেনিং সেলে আমার প্রথমবার ডিউটি পড়ে। ওই সেলের বড়বাবু হিসাবে মৃদুলদার সঙ্গে প্রথম পরিচয়৷ তখন থেকে দেখে আসছিলাম, কী অসম্ভব রকমের কার্যক্ষমতা তাঁর! ব্যক্তিত্বও ছিল কী অসাধারণ!

২০১৪ থেকে ২০২১ অনেক নির্বাচনে আমি মৃদুলদার অধীনে কাজ করি৷ ধাপে ধাপে কখন যে আমাদের অফিসের সম্পর্ক পারিবারিক ঘনিষ্ঠতায় পরিণত হয়ে যায়। অনেকবার মৃদুলদাদের ঘরে নিমন্ত্রণ খেয়েছি৷ খাওয়ানো এবং খাওয়া দুটোতে মৃদুলদা ছিলেন সিদ্ধহস্ত। ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর মৃদুলদা ও ট্রেনিং সেলের বন্ধুরা মিলে হাফলং যাই৷ সে স্মৃতি আজও আমার মনে উজ্জ্বল।

May be an image of 7 people, including Kamalesh Deb and people smiling২০২১-এর বিধান সভা নির্বাচনের আগে থেকেই মৃদুলদার শরীর ভালো ছিল না৷ একটা দুর্ঘটনায় পায়ে চোট পাওয়ায় স্টিক নিয়ে চলতে হতো। এডিসি রাজীব রায়ের বিশেষ অনুরোধে ট্রেনিং সেলের কাজে যোগ দিয়েছিলেন। আসলে ট্রেনিং সেল যে মৃদুলদা ছাড়া ভাবাই যায় না।

কিন্তু কী আশ্চর্য, এ বছর মৃদুলদা বারবার বলতেন, এটাই আমার শেষ নির্বাচন৷ আর কোনও ডিসি-এডিসি আমাকে ইলেকশন ডিউটিতে আনতে পারবে না৷ মৃদুলদা কি তবে  পূর্বাভাস পেয়ে গিয়েছিলেন !

মৃদুলদার মত দক্ষ ও কাজপাগল মানুষ আজকের দিনে পাওয়া খুব কঠিন। পরম করুণাময় ঈশ্বরের কাছে মৃদুলদার আত্মার সদ্গতি প্রার্থনা করি। ওঁ শান্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker