Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে নয়া এসওপি : জেলায় ১৫ দিন বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান
৪ মে : বুধবার থেকে করিমগঞ্জ জেলায়ও কোভিড প্রতিরোধে নতুন এসওপি চালু হচ্ছে। জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার থেকে আগামী ১৫ দিন কোভিড প্রতিরোধে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। এই সময় জেলার ট্রেনিং সেন্টার, কোচিং সেন্টার, হোস্টেল সহ স্কুল-কলেজ বন্ধ থাকবে। নতুন নির্দেশিকা অনুসারে, দুপুর দুটো থেকে জেলার দোকানপাট, হাট-বাজার বন্ধ রাখা হবে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত সমগ্র জেলায় নৈশ কার্ফু বলবৎ থাকবে।
এতে আরও বলা হয়েছে, জেলায় কোনও সভা-সমিতির আয়োজন করা যাবে না। ধর্মীয় উপাসনালয় গুলিতে একসঙ্গে পাঁচ জনের বেশি লোক জমায়েত হতে পারবেন না। জেলায় বিবাহ অনুষ্ঠানের কোনও পার্টি বা অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা যাবে না। তবে বিবাহের রিলিজিয়াস পার্ট আয়োজন করতে পারা যাবে সর্বাধিক ২০ জন লোক নিয়ে। শেষকৃত্যের কোন অনুষ্ঠানেও ২০ জনের বেশি লোক সমবেত করতে দেওয়া হবে না। জেলা ম্যাজিস্ট্রেটের এই ঘোষণা মঙ্গলবার রাতে মাইক দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
এ দিকে, মঙ্গলবার একদিনে করিমগঞ্জে ৬২ জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এ দিন ৭০৬ জনকে রেট পরীক্ষা করে এই পজিটিভ ধরা পড়ে। মঙ্গলবার ২৬ জনকে চিকিৎসা করে সুস্থ করে তোলা হয়েছে। ফলে করিমগঞ্জ জেলায় কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত ২৩১ জন অ্যাক্টিভ কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন।