India & World Updates
বিচ্ছেদই চান, বিচারককে বললেন লালুপুত্র
২৯ নভেম্বরঃ বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন লালু্প্রসাদ-রাবড়ি দেবীর বড় ছেলে, বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ যাদব। বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়েই তিনি জানিয়ে দেন, মা-বাবা রাজনৈতিক কারণে ঐশ্বর্যের সঙ্গে তাঁর বিয়ে দিয়েছেন। তাই কোনওভাবেই তিনি এই বিয়ে মানতে পারছেন না। আগামী শুনানির ধার্য হয়েছে ৮ জানুয়ারি। এর আগে ঐশ্বর্যকে নোটিশ পাঠাবে আদালত।
স্বামী-স্ত্রীর বিবাদ আইন-আদালতের বাইরে মিটিয়ে ফেলার আর্জি নিয়ে ঐশ্বর্যের মা-বাবা এ দিন তাঁদের বাড়ি যান। কথা বলেন রাবড়ি দেবীর সঙ্গে। কিন্তু ছেলের গোঁ দেখে এ ব্যাপারে নীরব থেকে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাতে ক্ষুণ্ণ হয়েছেন তেজপ্রতাপের শ্বশুর, আরজেডি বিধায়ক চন্দ্রিকা। এ দিন রাতে আরজেডি পরিষদীয় দলের বৈঠক হলেও যাননি তিনি।
বিয়ের ৬ মাসেই গত ২ নভেম্বর ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদ চেয়ে পটনা আদালতে মামলা করেন তেজপ্রতাপ যাদব। সে দিনই বাবা লালুপ্রসাদের সঙ্গে দেখা করতে রাঁচীর হাসপাতালে যান। পরে আর বাড়ি ফেরেননি তেজপ্রতাপ। চলে যান বুদ্ধগয়ায়। সেখান থেকে বারাণসী। শেষে মথুরা, বৃন্দাবন হয়ে ২৭ দিন পরে পটনায় ফিরলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী।
এ দিন তাঁর দেওয়া মামলার শুনানি শুনতে প্রচুর মানুষ আদালত চত্বরে ভিড় জমান। কিছুতেই পুলিশ ভিড় সামলাতে পারছিল না। শেষে তেজপ্রসাদের আর্জিতে বিচারকের চেম্বারে শুনানি গ্রহণ করা হয়। এ দিকে, বিচ্ছেদের মামলার জন্য বিচারকের চেম্বারে যখন আঁটঘাট বাঁধছিলেন তেজপ্রতাপ, সেই সময় গুজব রটে যায়, মামলা মিটে গিয়েছে। পরে অবশ্য সকলের কাছেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়।