Barak UpdatesHappeningsBreaking News

প্রার্থীদের উদ্দেশ্যে খোলা চিঠি প্রকাশ থাউজেন্ড সায়ন্তনের
Thousand Sayantan issues open letter to the contesting candidates

ওয়েটুবরাক, ১৪ মার্চ: থাউজেন্ড সায়ন্তন এর পক্ষ থেকে কর্মসংস্থান, শিল্প, স্বাস্থ্য সম্পর্কীত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে খোলা চিঠি প্রকাশ করা হয়েছে৷ সে সব ব্যাপারে তাঁরা প্রার্থীদের কাছ থেকে জবাব আশা করছেন৷

আজ রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে তাঁরা বলেন, শিলচর থেকে কেন হাজার হাজার ছেলেমেয়ে কর্ম সংগ্রহের জন্য বাইরে যেতে হচ্ছে? এই ব্রেনড্রেন আটকানোর জন্য আপনারা কী কী পদক্ষেপ নেবেন ? বরাকে কেন গড়ে তোলা যাবে না বৃহৎ শিল্পাঞ্চল? বরাকের ছেলেমেয়েরা বাইরে গিয়ে সোনা ফলাচ্ছে, তাদেরকে তাদের মত পরিকাঠামো উপহার দিলে কেন যাবে বাইরে? বরাক এই সোনা ফলাবে৷ এই ভাবে বৃহৎ শিলচরকে বৃদ্ধাশ্রমে পরিণত হওয়া  আটকানো যেতে পারে, এই বিষয়ে প্রার্থীদের মতামত ও পরিকল্পনা জানতে চান তাঁরা। জানতে চান যুবক-যুবতীদের নিয়ে তাঁদের কী পরিকল্পনা?

তাঁদের প্রশ্ন, যিনি জয়ী হবেন তিনি কি সরকারের ওপর এমন প্রভাব খাটাতে পারবেন যাতে করে বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানি এই বৃহৎ শিলচরে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন ? প্রায়শই ইন্ডাস্ট্রিয়াল মিট হয় রাজ্যের রাজধানীতে, তার অন্তত একটা সেশন কি বরাকে নিয়ে আসতে পারবেন প্রভাব খাটিয়ে? শিলচরকে কি ‘সিটি’ হিসেবে ঘোষণা করাতে পারবেন ? যাতে করে আমাদের শিলচর একদিন মেট্রো সিটিতে রূপান্তরিত হতে পারে?

তাঁদের কথায়, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হোক শিলচর মেডিকেল কলেজে প্রস্তাবিত ‘ক্যাথ ল্যাব’ এর কাজ। থাউজেন্ড সায়ন্তন চায় শিলচর মেডিকেল কলেজে কার্ডিও চিকিৎসার ধারাবাহিক উন্নয়ন। স্ট্রোক, এক্সিডেন্ট ইত্যাদি ঘটনায় মৃত্যুর হাত থেকে বাঁচতে পাগলের মতো ছুটতে হয় অন্য অঞ্চলে, তাদের দাবি, শিলচর মেডিকেল কলেজে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হোক নিউরো সার্জিক্যাল চিকিৎসা পরিষেবা৷

গৌহাটি মেডিকেল কলেজ থেকে প্রতিবছর অন্তত দু’জন ডিএম কার্ডিও, এমসিএইচ নিউরো, ডিএম ন্যাপ্রো ডক্টরস পাশ করে বেরোন। সরকারি নিয়মে তাদেরকে প্রথম এক বছর আসামে কাজ করতে হয়। তাদের মধ্য থেকে একজন একজন করে পালা করে প্রতিবছর কেন পাঠানোর বন্দোবস্ত হলো না শিলচর মেডিকেল কলেজে? তবে তো ডাক্তার না পাওয়ার  সমস্যা থাকত না।

শিলচর মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি কোর্স কেন আজ অব্দি চালু করা গেল না? আপনারা এইসব কোর্স চালু করাতে কী পদক্ষেপ নেবেন এবং কবে পর্যন্ত আমরা তা দেখতে পারবো? ৫০০ শয্যার নতুন হাসপাতাল কবে সম্পূর্ণ হবে ?  শিলচর সিভিল হাসপাতালকে যে ৩০০ শয্যার নতুন হাসপাতাল বানানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, তা কবে সম্পূর্ণ হবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker