NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappenings
একবার ঘুরে যান মহাসড়ক, গাড়কারিকে সুস্মিতা
২৪ ডিসেম্বর: বিশেষ বিমানে নাগপুর থেকে সোজা শিলচরে আসবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গাড়কারিকে৷ কুম্ভীরগ্রামে নেমে তিনি হেলিকপ্টারে যাবেন আসাম বিশ্ববিদ্যালয়ে৷ সেখানে সমাবর্তনে দীক্ষান্ত ভাষণ দিয়েই উড়বেন পুলিশ প্যারেড গ্রাউন্ডের অস্থায়ী হেলিপেডের উদ্দেশে৷ এর পরই কিছুটা সড়কে চড়বেন সড়ক পরিবহন মন্ত্রী৷ প্রথমে পুলিশ মাঠ থেকে মধুরা পয়েন্ট৷ পরে সেখান থেকে কুম্ভীরগ্রাম৷ মাঝে মধুরা পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মূর্তির উন্মোচন করবেন গাড়কারি৷ বাজপেয়ীই মহাসড়কে শিলচরকে সৌরাষ্ট্রের সঙ্গে জুড়ে দিয়েছেন৷
শিলচরের প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেব গাড়কারিকে চিঠি পাঠিয়ে শিলচরে স্বাগত জানান৷ বাজপেয়ীর মহাসড়ক-ভাবনাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন৷ কিন্তু তাঁর জিজ্ঞাসা, বাজপেয়ীর ভাবনাকে কি সাকার করে তোলা সম্ভব হয়েছে৷ আদৌ কি শিলচর-সৌরাষ্ট্র যুক্ত হয়েছে৷ তিনি শুধু অফিসারদের কাছ থেকে রিপোর্ট নিয়ে চলে না গিয়ে একবার মহাসড়কের খানিকটা দেখে যেতে গাড়কারিকে অনুরোধ করেন৷
সুস্মিতাদেবী বলেন, মহাসড়কের হাল দেখার জন্য বেশি দূর যেতে হবে না৷ একবার তিনি যেন সামান্য দেখে যান৷ কারণ মূর্তি উন্মোচনের চেয়ে মহাসড়কের বাস্তবায়নই বাজপেয়ীর প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ হবে বলে মন্তব্য করেন প্রাক্তন সাংসদ৷