NE UpdatesHappeningsBreaking News
সাড়ে ৭ হাজার কোটি বরাদ্দ, ত্রিপুরায় ৯টি সড়কের শিলান্যাস
আগরতলা, ২৭ অক্টোবর: ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরার ৯টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করলেন কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি। এর পরই মন্ত্রী আগামী দেড় বছর সময়ের মধ্যে জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজ শেষ করার জন্যে বলা হয়েছে। এইগুলি শেষ হওয়ার পরে রাজ্যের উন্নয়ন নতুন মাত্রা পেয়ে যাবে বলে আশাবাদী গডকড়ি। তিনি বলেন, বেকারদের কর্মসংস্থান দেওয়া অগ্রাধিকারে রয়েছে কেন্দ্রীয় সরকারের। জাতীয় সড়ক প্রকল্পগুলি এই ক্ষেত্রে রাজ্যের বেকারদের সাহায্য করবে। যোগাযোগ মাধ্যম উন্নয়ন হলেই রাজ্যের উন্নতি সম্ভব।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, কেন্দ্রের কাছে রাস্তা নির্মাণ প্রকল্পে ৯০০ কোটি টাকা অর্থ সহায়তা চেয়েছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী দিলেন তারও অনেক বেশি৷ ত্রিপুরায় ৩৬৬ কিমি দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণে ৭ হাজার ৫২৩ কোটি টাকা বরাদ্দ করেন। উৎসবের মরশুমে কেন্দ্রের এই উপহার পেয়ে খুশি ব্যক্ত করেন তিনি৷