NE UpdatesHappeningsBreaking News
আসামে কলায় সেরা দরং, বিজ্ঞানে শিবসাগর এবং বাণিজ্যে চিরাং, মাজুলি ও পশ্চিম কার্বি আংলং
২৫ জুন : বৃহস্পতিবার ঘোষণা করা উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলে বিভিন্ন শাখার তিনটি জেলা শীর্ষস্থান দখল করেছে। কলা শাখার ফলাফলে শীর্ষস্থান দখল করেছে দরং জেলা। এই জেলায় মোট ৫০৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে। এর মধ্যে প্রথম বিভাগে পাশ করেছে ১০২৩ জন, দ্বিতীয় বিভাগে ১৭১৭ জন ও তৃতীয় বিভাগে ১৭৫৭ জন উত্তীর্ণ হয়েছে। সব মিলিয়ে পাশ করেছে ৪৪৯৭ জন। পাশের হার ৮৯.০৭ শতাংশ। একইভাবে বিজ্ঞান শাখায় পাশের হার হিসেবে শীর্ষস্থানে রয়েছে শিবসাগর জেলা। এই জেলায় পরীক্ষায় বসে ১১৬৭ জন। এর মধ্যে প্রথম বিভাগে ৭২১ জন, দ্বিতীয় বিভাগে ৩৩৫ জন ও তৃতীয় বিভাগে ৬৪ জন পাশ করেছে। জেলায় পাশের হার ৯৫.৯৭ শতাংশ।
অন্যদিকে বাণিজ্য বিভাগে ১০০ শতাংশ উত্তীর্ণ হওয়ার জন্য শীর্ষে রয়েছে তিনটি জেলা। এই তিন জেলা হল চিরাং, মাজুলি ও কার্বি আংলং জেলা। চিরাং জেলায় মোট পরীক্ষার্থী ৩৭ জন। এর মধ্যে প্রথম বিভাগে ১৩ জন, দ্বিতীয় বিভাগে ৮ জন ও তৃতীয় বিভাগে ১৬ জন উত্তীর্ণ হয়েছে। মাজুলিতে মোট পরীক্ষার্থী ছিল ২৭ জন। এর মধ্যে ৩ জন প্রথম বিভাগে, ১০ জন দ্বিতীয় বিভাগে ও ১৪ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। পশ্চিম কার্বি আংলং জেলায় মোট পরীক্ষার্থী ৬ জন। এর মধ্যে প্রথম বিভাগে ১ জন, দ্বিতীয় বিভাগে ১ জন ও তৃতীয় বিভাগে ৪ জন উত্তীর্ণ হয়েছে।