Barak UpdatesHappeningsBreaking News
সোনু সোদের বিমানে চড়ে মুম্বাই থেকে মঙ্গলবার আসছেন বরাকের বিপন্নরাSome stranded people of Barak Valley to return on Tuesday by flight hired by Sonu Sood
৮ জুনঃ সোনু সোদের ভাড়া করা বিমানে চেপে মঙ্গলবার শিলচরে আসছেন মুম্বাইয়ে আটকে পড়া বরাকের কিছু বিপন্ন মানুষ। সকাল ৯টায় এয়ার এশিয়ার বিমানটি মুম্বাই থেকে রওয়ানা হবে।
লকডাউনে আটকে পড়াদের বাড়ি ফেরাতে অভিনেতা সোনু সোদ দিনরাত কাজ করে চলেছেন। যেমন শ্রম, তেমনি অর্থে। বরাকের মানুষ এতদিন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমেই তা জানছিলেন। কেউ বাহবা জানাচ্ছিলেন, কেউ আবার সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলতেন। এর কারণ, সোনু সোদ এত সব করলেও এই অঞ্চলের মানুষের সে সব প্রত্যক্ষ করার সুযোগ মেলেনি। বরাক উপত্যকার মানুষ তাঁর সেবামূলক কাজকর্মের সুবিধা কোনও সময় পাননি।
মঙ্গলবার সোনু সোদকে ঠিকঠাক চিনবেন এই অঞ্চলের মানুষ। বরাক উপত্যকার যারা মুম্বাইয়ে আটকে প্রচণ্ড সঙ্কটে দিন কাটাচ্ছেন, তাদের বাড়ি পাঠাতে এয়ার এশিয়ার বিমান ভাড়া করে নিলেন তিনি। তাঁর দৌলতে এতজন মানুষ যেমন শিলচরে পৌঁছাবেন, তেমনি শিলচর বিমানবন্দরের রানওয়ে লাল টুকটুকে এয়ার এশিয়ার বিমানের ছোঁয়া পাবে৷ শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষের ওএসডি অর্ণবকুমার দাস জানান, ‘আমরা এই বিমানের নিরাপদ অবতরণের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি৷’ তাঁর কথায়, এটি একটি প্যাসেঞ্জার রিলিফ চার্টার ফ্লাইট৷ বেলা ১২টা ১০ মিনিটে শিলচরে পৌঁছাবে৷ ১টায় ফের উড়ে যাবে মুম্বাইর উদ্দেশে৷