NE UpdatesHappeningsBreaking News

মাস্ক না পরায় ২৫ লক্ষ জরিমানা আদায় অসমে, গাড়ি থেকে ২.৮৫ কোটি
Rs.25 lakh collected for not wearing masks in Assam, Rs.2.85 crore recovered from vehicles

২৪ মে : সরকার মাস্ক পরে চলার কঠোর নিয়মনীতি জারি করলেও একাংশ লোক তাতে মোটেই গা করছেন না। ফলে সময়ে সময়ে পুলিশ অভিযানে নেমে এমন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে পরক্ষেপ নিয়েছে। রাজ্যে প্রকাশ্য স্থানে মাস্ক না পরা লোকেদের কাছ থেকে ২৫ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা আদায় করেছে। তাছাড়া যানবাহনের নিয়মনীতি না মানায় পুলিশ প্রায় ২ কোটি ৮৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। আটক করা ২৮ হাজার ৫০২টি গাড়ির মধ্যে দ্বিচক্রযান ২৫ হাজার ৩৯৫টি ও চার চাকার গাড়ি রয়েছে ২ হাজার ৪১৮টি। এছাড়া বেশ কয়েকটি দেশি ও মেশিন চালিত নৌকো আটক করা হয়েছে। উল্লেখ্য, গত ১৩ মে সরকার জানিয়ে দিয়েছিল, প্রকাশ্য স্থানে মাস্ক পরিধান না করা লোকদের কাছ থেকে পুলিশ জরিমানা আদায় করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker