NE UpdatesBarak UpdatesBusinessBreaking News

কেন্দ্রের নির্দেশিকায় বন্ধ মদের দোকান
All liquor shops to remain shut

১৫ এপ্রিল: দুদিনেই বন্ধ হয়ে গেল আসামে মদের বেচাকেনা৷ কেন্দ্রের নির্দেশিকা মেনে বুধবার বন্ধ করে দেওয়া হয় সমস্ত মদের দোকান, বার৷ রাজ্যের আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, লকডাউন চলাকালে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র৷ এর পরই তিনি নতুন নির্দেশ জারি করে ওই নিষেধাজ্ঞা রাজ্যেও বলবৎ করেন৷

লকডাউনের মাঝপথে আচমকা সব খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? মন্ত্রী জানান, মদ বিক্রির লাইসেন্সধারী দোকান, বারগুলি বন্ধ থাকার মানুষ চোলাই মদের দিকে ঝুঁকছিল৷ তাতে নানাধরনের ঝুঁকি বেড়ে যায়৷ এর ওপর রয়েছে, বেআইনি মদ খেতে গিয়ে সোশ্যাল ডিসটেন্সিং না মানা৷ তাঁর কথায়, তাই বলতে গেলে, করোনা আতঙ্কের দরুনই সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে দোকানগুলি খুলে দেওয়া হয়েছিল৷

এখন তবে কীভাবে চোলাই প্রবণতা ঠেকানো যাবে? পরিমলবাবু বলেন, কেন্দ্রের নির্দেশিকা মানতেই হবে৷ এর মধ্যেই খেয়াল রাখতে হবে করোনা যেন সংক্রামিত না হয়৷ সেজন্য সব পক্ষকেই সচেতন থাকতে হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker