India & World UpdatesAnalyticsBreaking News

Out of 141 Padma Awardees, 5 are from Assam
১৪১ জনের তালিকায় পদ্ম সম্মান পেলেন আসামের ৫ জন

২৬ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্র সরকার। মোট ১৪১ জনকে পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে আসাম থেকে পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন ৫ জন। শিলচরের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ রবি কান্নান ছাড়া বাকিরা হলেন চিকিৎসা ক্ষেত্রে ডাঃ কুশল কানোয়ার শর্মা, কলা বিভাগে ইন্দিরা পিপি বরা, সাহিত্য ও শিক্ষা বিভাগে লিল বাহাদুর ছেত্রী ও যোগেন্দ্রনাথ ফুকন।

পদ্ম পুরস্কারে সম্মানিত মোট ১৪১ জনের মধ্যে ৭ জন পেয়েছেন পদ্মবিভূষণ, ১৬ জন পদ্মভূষণ এবং ১১৮ জন পদ্মশ্রী। এই তালিকায় ৩৪ জন মহিলা রয়েছেন ও ১৮ জন বাইরের দেশের। ১২ জনকে মরণোত্তর এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। প্রাক্তন কেন্ত্রীয় মন্ত্রী জর্জ ফার্ণান্ডেজ, সুষমা স্বরাজ ও অরুণ জেটলিকে মরণোত্তর সম্মানে ভূষিত করা হয়েছে। পেজাভারা মঠের সন্ন্যাসী বিশ্বেশ্বতীর্থ স্বামিজীকেও মরণোত্তর এই সম্মান দেওয়া হয়েছে। এছাড়া মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী এনারোড জুগনাতউথ, হিন্দুস্থানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী চন্নুলাল মিশ্র এবং বক্সার মেরিকমও পদ্মবিভূষণ পেয়েছেন। খেলোয়াড় পিবি সিন্ধু ও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর পেয়েছেন পদ্মভূষণ সম্মান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker