Barak UpdatesBreaking News

রোটারি সভাপতির দায়িত্ব নিলেন ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য
Dr. Siddhartha Bhattacharjee becomes President of Silchar Rotary Club

৭ জুলাই: বেশ জমকালো আয়োজনেই এবারের রোটারি বর্ষে শিলচর রোটারি ক্লাবের সভাপতির দায়িত্ব সমঝে নিলেন ডা:সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য। সম্পাদক মনোনীত হয়েছেন দেবাশিস চক্রবর্তী। আনুষ্ঠানিকভাবে রবিবার সন্ধে গত বছরের সভাপতি ডা: কিরণ্ময় দাস চার্টার সার্টিফিকেট তুলে দেন সভাপতি সিদ্ধার্থের হাতে। রোটারি প্রথা অনুযায়ী এদিন অভিষেক পর্ব হয়। আয়োজিত হয় শিলচর রোটারি ভবনের জয়ন্ত দাস যুগল স্মৃতিমঞ্চে। আর এখানেই ডা:সিদ্ধার্থ ভট্টাচার্য সহ নবনিযুক্ত বোর্ড অব ডিরেক্টররা সেবার অঙ্গীকার নেন।

প্রাক্তন কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট গভর্ণর ডা:দেবাশিস দাস, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিশিষ্ট ক্রীড়াবিদ অমলকান্তি দে, ডিস্ট্রিক্ট গভর্নর অরিজিৎ এন্ডো, ইনস্টলেশন চেয়ারম্যান শিবব্রত দত্ত, বেনুলাল বর্মন, তৈমুররাজা চৌধুরী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাছাড়া,রোটারি, রোটারেক্ট, ইনারহুইল ক্লাব ও অন্যান্য সংগঠনের সদস্য-সদঅস্যারা শামিল ছিলেন। শিলচর রোটারির বিভিন্ন প্রজেক্টে বিশেষ অবদানের জন্য অনেককে শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করা হয়। ‘রোটারি কানেক্টস দ্য ওয়ার্ল্ড’ রোটারির এবারের এই থিমের প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন বক্তারা।

সভাপতি ডা:সিদ্ধার্থ ভট্টাচার্যের কথায়, প্রথমবারের মতো বরাক তথা উত্তরপূর্ব ভারতে হিউম্যান মিল্ক ব্যাঙ্ক তৈরির উদ্যোগ নিয়েছে রোটারি। শিব সুন্দরী নারীশিক্ষাশ্রমে গড়ে ওঠবে এই প্রকল্প। এ ছাড়া আরও ২১ টা স্থায়ী প্রকল্প আছে, যা সুন্দরভাবে পরিচালনা করাটাই একটা বড় চ্যালেঞ্জ। তিনি সবার সযোগিতা ও পরামর্শ কামনা করেন, ক্লাবের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker