Barak UpdatesBreaking News
হাইলাকান্দিতে কার্ফু শিথিল, বহাল শুধু শহরেইCurfew relaxed in Hailakandi, but still there in town area
১৮ মে : হাইলাকান্দি জেলায় বলবৎ থাকা সান্ধ্য আইন পুনরায় শিথিল করা হয়েছে। শুক্রবার জানানো হয়, এই আইন রাত ১০টা থেকে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত শুধু হাইলাকান্দি সদর থানা এলাকায় বলবৎ থাকবে। জেলার বাকি থানা এলাকা থেকে সান্ধ্য আইন প্রত্যাহার করা হয়েছে। হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলাশাসক কীর্তি জল্লি শুক্রবার সন্ধ্যায় এই নির্দেশ জারি করেছেন।
প্রসঙ্গত গত ১০ মে হাইলাকান্দি শহরে সংঘটিত হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে সারা জেলায় সান্ধ্য আইন জারি করা হয়েছিল। ঘটনার এক সপ্তাহ পর জেলার অন্যান্য স্থান থেকে সান্ধ্য আইন সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হাইলাকান্দি সদর থানা এলাকায় নৈশকালীন কার্ফু বহাল রাখা হয়েছে। অন্যদিকে হাইলাকান্দিতে জারি থাকা ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি আইনের ১৪৪ ধারা সমগ্র জেলায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। ফলে প্রকাশ্য স্থানে বা কোনও ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে প্রার্থনা বা নামাজ আদায় জেলা প্রশাসন নিষিদ্ধ করেছে।