Barak UpdatesBreaking News

চার গান্ধী, তিন মোদির কথা বললেন সিধু
Modi govt helped industrialists in last 5 years & looted the masses, says Sidhu at Silchar

১২ এপ্রিল : ক্রিকেটের মানুষ, ফলে ক্রিকেটের ভাষাতেই নির্বাচনী প্রচার করলেন পাঞ্জাবের মন্ত্রী নভোজিত সিং সিধু। শুক্রবার তিনি শিলচরে কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবের প্রচারে এক নির্বাচনী জনসভায় অংশ নেন। এতে তিনি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে টকঝালমিস্টি কথা যেমন বলেছেন, তেমনি একের পর এক ইস্যু এনে বিজেপির কড়া সমালোচনা করেছেন।
সিধু বলেন, ক্রিকেটার যেমন ছয় মেরে বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন, ঠিক তেমনি শিলচরের মানুষ এ বার বিজেপিকে সীমানার বাইরে ছুড়ে দেবেন।

সুস্মিতা দেবকে জাতীয় নেত্রী বলে উল্লেখ করে তিনি বলেন, কোনও অঞ্চলের সমস্যার কথা জাতীয় স্তরে তুলে ধরার জন্য এমন নেতারই প্রয়োজন। রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদির তুলনা করে সিধু বলেন, দেশ চারজন গান্ধী পেয়েছে। মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ও রাহুল গান্ধী।  তাঁরা সবাই একেকজন রত্ন। অন্যদিকে, দেশ তিন মোদিকে পেয়েছেন। নীরব মোদি, ললিত মোদি ও নরেন্দ্র মোদি। তাঁরা কারা দেশবাসীই ভালো জানেন বলে তিনি হাসিতে মেতে ওঠেন। এর পরেই সিধু যোগ করেন, মোদি সাধারণ মানুষকে লুট করে আম্বানি, আদানির মতো বড় বড় শিল্পপতিদের চৌকিদারি করছেন। দেশবাসীকে এবারও তিনি ২০১৪ সালের মতো বোকা বানানোর চেষ্টায় রয়েছেন। সে বার প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে ঢুকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কাউকে একটি টাকাও দিতে পারেননি। বরং জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কেটেছেন। এ বার বিজেপি কেন্দ্রে ফিরে এলে গোটা দেশকে ধ্বংস করে দেবে বলে ভোটারদের সতর্ক করে দেন।

সভায় কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব বলেন, বিজেপি যে কথা রাখে না, এর বড় প্রমাণ বরাক উপত্যকা। কাছাড় কাগজ খুলল না, ডিটেনশন ক্যাম্পও ভাঙল না। বরং উল্টোটাই করেছে এরা। কাগজ কল বেঁচে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে চলেছে, নতুন নতুন ডিটেনশন ক্যাম্প গড়া হচ্ছে।

এ ছাড়াও মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা মুখার্জি, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপকুমার দে, প্রাক্তন তিন বিধায়ক কুতুব আহমদ মজুমদার, এনামুল হক লস্কর ও রুমি নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

April 12: In his own unique style of drawing attraction of the crowd by his ‘shayeri’ (couplets), former Cricketer and present Congress Minister of Punjab, Navjot Singh Sidhu attacked the BJP-led Modi government at the centre of helping the big industrialists like Ambani & Adani by looting the ‘aam admi’ (common people). He was at Silchar on Friday as the star campaigner of Congress and sought vote for Sushmita Dev in a poll rally organised at Itkhola.

Sidhu criticised the Modi government for fooling the people. He said, “In 2014 Modi promised that every citizen will get Rs.15 lakh in their bank accounts, but after the polls, people have instead lost whatever they had.” Rising prices and lack of jobs were what Modi has given to India in the last 5 years, said Sidhu. He said that if BJP is not voted out of power this time, than the country will be ruined.

Speaking during the rally, Congress candidate Sushmita Dev also criticised the BJP government for not fulfilling the promises of reviving the Paper Mills and demolition of detention centres.

Present during the rally were Sharmistha Mukherjee-daughter of former President Pranab Mukherjee, District Congress President Pradip Kumar Dey, former minister Ajit Singh, former MLA Rumi Nath, Partha Ranjan Chakraborty, Sanjeev Roy among others.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker