Barak UpdatesHappeningsBreaking NewsFeature Story

বিশ্ব নাট্য দিবসে জগন্নাথ সিং কলেজে গুণীজন সংবর্ধনা সহ নানা কার্যসূচি

ওয়েটুবরাক, ৩১ মার্চ: সুদীর্ঘ কাল থেকে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে নাট‍্যকর্মীদের কঠোর পরিশ্রম, নিরলস প্রয়াস এবং তাদের শিল্প নৈপুণ্যের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ব নাট‍্য দিবস পালনের সঙ্গে সঙ্গতি রেখে জগন্নাথ সিং কলেজের সাংস্কৃতিক কোষের উদ্যোগে গত ২৭ মার্চ বৃহস্পতিবার বিভিন্ন কার্যসুচি গ্রহণ করা হয়। এই উপলক্ষে ওইদিন প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিশিষ্ট শিক্ষাবিদ তথা উধারবন্দ অঞ্চলের নাট‍্য আন্দোলনের সঙ্গে যুক্ত প্রথিতযশা নাট‍্যব‍্যক্তিত‍্ব, উধারবন্দ শিল্পী গোষ্ঠী সংস্থার প্রবীণ সদস‍্যা অদিতি এন্দ এবং জগন্নাথ সিং কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তথা শিলচর দশরূপক সাংস্কৃতিক সংস্থার সদস্য, সুপরিচিত অভিনেতা ড. স্বপন দাসকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় কলেজের অধ‍্যক্ষ ডক্টর এস সমরেন্দ্র সিংহ স্বাগত ভাষণে এই দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে বরাক উপত‍্যকার দুই নাট‍্যশিল্পীকে সংবর্ধনা জ্ঞাপন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন যে, নাট‍্যশিল্পীরা ক্রমাগত নানা ঘাত প্রতিঘাতের মধ‍্য দিয়ে এই শিল্পকে সযত্নে লালন করে চলেছেন। অভিনেত্রী অদিতি এন্দ বিশ্ব নাট‍্য দিবসের তাৎপর্য ব‍্যাখ‍্যা করতে গিয়ে বলেন, বিশ্ব যুদ্ধের পরবর্তী সময়ে মানব সভ‍্যতা যখন চরম বিপর্যয়ের সম্মুখীন ঠিক সেই মূহুর্তে পৃথিবীর বিভিন্ন দেশের থিয়েটার কর্মীরা সুস্থ সমাজ গড়ে তুলতে নাটককে হাতিয়ার হিসাবে বেছে নেন। ফলে সুস্থ সামাজিক বাতাবরণ গড়ে তোলার ক্ষেত্রে নাটকের ভূমিকা অপরিসীম। শ্রীমতি এন্দ উধাবন্দের নাট‍্য আন্দোলনের অতীতের স্ম‍ৃতিচারণ করতে গিয়ে ওই অঞ্চলের নাট‍্য আন্দোলনের সেকাল এবং একালের বিস্তারিত তথ‍্য তুলে ধরেন। অভিনেতা স্বপন দাস বলেন যে, নাটক মানে আমার কথা, আমাদের কথা, আমাদের অস্তিত্বের কথা, নাটক মানে নিঃশব্দ সামাজিক বিপ্লব, যেখানে আমারা খুঁজে পাই আমাদের অসংখ্য অনুচ্চারিত প্রশ্নের জবাব। এরপর তিনি নাটকের কিছু সংলাপ নিক্ষেপের মাধ্যমে এই দিবসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কলেজের বাংলা বিভাগের প্রধান তথা সাংস্কৃতিক কোষের সমন্বয়ক ড. বাসবী পাল সেন তার বিশেষ বক্তব্যে একটি শ‍ৃঙ্খলমুক্ত সমাজ গড়ে তুলতে নাটকের অপরিসীম ভূমিকার কথা উল্লেখ করে ছাত্র ছাত্রীদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ড.  কৌশিক নাথ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. শ‍্যাম মামুদ বড়ভূইয়া, ইংরেজি বিভাগের প্রধান ড. সুস্মিতা মিত্র প্রমুখ। এই দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট‍্য শ‍্যামা এবং শাপমোচন থেকে সঙ্গীত পরিবেশন করেন কলেজের ষষ্ঠ পাঠ‍ক্রমের ছাত্র লোহিত নাথ, নৃত‍্যনাট‍্য পরিবেশন করেন চতুর্থ পাঠ‍ক্রমের ছাত্রী রাজশ্রী দাস, চিত্রাঙ্গদার অংশ থেকে নৃত্য পরিবেশন করেন সঙ্গীতা শুক্লবৈদ‍্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ‍্যাপিকা ড. নন্দিতা দাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker