NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বাংলায় লেখা ‘মণিপুরের ইতিবৃত্ত’ গ্রন্থ উন্মোচন
ওয়েটুবরাক, ১ ডিসেম্বর: বাংলা ভাষায় ‘মণিপুরের ইতিবৃত্ত’ লিখলেন মাইমোম অঙৌতন সিংহ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটি এবং মাইমোম তমাল থম্বাল মেমোরিয়াল চেরিটেবল ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় রবিবার সকালে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন হয়। আনুষ্ঠানিক ভাবে এর উন্মোচন করেন ত্রিপুরা মণিপুরি সাহিত্য পরিষদের সভাপতি এল বীরমঙ্গল সিংহ। সঙ্গে ছিলেন অসম মণিপুরি সাহিত্য পরিষদের সভাপতি ড. এফ বি সিংহ, সাহিত্য আকাদেমির মণিপুরি পরিষদের সদস্য কে নয়নচাদ সিংহ, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য এবং কবি সাংবাদিক অতীন দাশ। পৌরোহিত্য করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটি সভাপতি সঞ্জীব দেব লস্কর। সঞ্চালনায় ছিলেন লেখক তনয় ডাঃ শান্তি কুমার সিংহ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বরাক বঙ্গের জেলা কমিটির সম্পাদক উত্তম কুমার সাহা বরাক উপত্যকার বহুভাষিক সমন্বয়ের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।