India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে আজ শপথ ইউনুসের
ওয়েটুবরাক, ৮ আগস্ট: আজ অর্থাৎ বৃহস্পতিবার নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হবে। তার প্রধান হবেন মহম্মদ ইউনুস।
তিনি বর্তমানে বাংলাদেশে নেই। আজ দুপুরে দেশে ফিরবেন। বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছেন, আজই নতুন সরকার গঠনের জন্য যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। রাত ৮টা নাগাদ ইউনুসকে প্রধান করে গঠিত হতে পারে সরকার। বাংলাদেশের সেনা সেই সরকারকে সমর্থন করবে। বাংলাদেশে দ্রুত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান। তবে ইউনুসের নেতৃত্বে নতুন সরকারে আর কারা থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। বিদেশ থেকে ইউনুস জানিয়েছেন, নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে সরকারের প্রতি মানুষের আস্থা ফেরানো। তিনি বলেছেন, ‘‘দেশের মুক্তির স্বার্থে এত পড়ুয়া ত্যাগ স্বীকার করেছে। ক’জনের প্রাণ গিয়েছে! ওদের আমি না বলতে পারব না। কিছু দিনের মধ্যেই আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসব। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে কী ভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করব। রাজনৈতিক দলগুলি কী ভাবে তাতে অংশগ্রহণ করতে চায়, তা নিয়ে কথা হবে।’’