India & World UpdatesHappeningsBreaking News
হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৬, নিখোঁজ ৫৩
সিমলা, ৩ আগস্ট : হিমাচল প্রদেশে বৃহস্পতিবার মেঘভাঙা বৃষ্টির পর বর্তমানে সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিয়ে এল প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতি। সে রাজ্যের কুল্লুর, মাণ্ডি ও সিমলায় কৃত্রিক বন্যা ভয়ানক রূপ ধারণ করেছে। সূত্রের খবর অনুযায়ী, হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে ইতিমধ্যেই ৬ জন নিহত এবং ৫৩ জনেরও বেশি নিখোঁজ । হিমাচল প্রদেশে বৃষ্টিতে অনেক বাড়ি, সেতু এবং রাস্তা ভেসে গেছে, প্রশাসনিক পদস্থ আধিকারিকরা এমনটাই জানিয়েছেন।
উল্লেখ্য, মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট কোনও বিস্ফোরণ নয়, তবে সাধারণ বৃষ্টির চেয়ে অনেকটাই ফারাক রয়েছে মেঘভাঙা বৃষ্টির। ছোট এলাকায় বিপুল পরিমাণে বৃষ্টিপাত হয় যা কিনা মূলত পাহাড়ি এলাকায় হয়ে থাকে। এই বৃষ্টি সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০-২৫০০ মিটার পর্যন্ত হয়। উল্লেখ্য, মেঘভাঙা বৃষ্টিতে সিকিমের লোনক হ্রদ ফেটে গিয়ে ভয়ঙ্কর রূপ নেয় তিস্তা, বিপর্যয় নেমে আসে উত্তরবঙ্গের পাহাড়ে। বেশিমাত্রায় উষ্ণ মৌসুমি বায়ু যখন শীতল বায়ুর সংস্পর্শে আসে, তখন অনেকটা এলাকা জুড়ে ঘন মেঘের সৃষ্টি হয়। ভূপ্রকৃতিগত কিছু বৈশিষ্ট্যও এই মেঘ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। বৃষ্টিবিন্দুকে টেনে নিয়ে উষ্ণ বাতাস আরও উপরে উঠে যায়।স্বাভাবিক প্রক্রিয়ার বৃষ্টি না হয়ে মেঘের মধ্যে জল জমতে থাকে। এক সময় হাওয়ার ধাক্কায় মেঘের বুক চিরে প্রবল বৃষ্টি হয়ে পড়ে ।
হিমাচল প্রদেশের ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, কুল্লুর নির্মন্দ, সাঁজ এবং মালানা এলাকায়, মান্ডির পাধার এবং সিমলা জেলার রামপুরে মেঘভাঙা বৃষ্টি ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় আবহাওয়া দফতর কাংড়া, কুল্লু এবং মান্ডির তিনটি জেলার বিচ্ছিন্ন জায়গায় বজ্রপাত এবং বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির “রেড অ্যালার্ট” জারি করেছে।