Barak UpdatesHappeningsBreaking News
বিনোদনগরে হরিণশাবক উদ্ধার
ওয়েটুবরাক, ২২ মেঃ জঙ্গল থেকে বেরিয়ে আসা এক হরিণশাবককে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দিলেন অসমের কাছাড় জেলার বিনোদনগরের জনতা৷ প্রচণ্ড রোদে হরিণশাবকটি ছটফট করতে করতে লোকালয়ে চলে এসেছিল৷ কয়েকজন মিলে একে ধরে ফেলেন৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, তখন একটু চোট পায় সে৷ এখন চিকিৎসা করা হচ্ছে৷ পরে জঙ্গলে নিয়ে ছাড়া হবে৷
ধোয়ারবন্দের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি জানান, বনবিভাগের লোহারবন্দ রেঞ্জ থেকে মাঝেমধ্যেই নানা জীবজন্তু বেরিয়ে আসে৷ এলাকাবাসী তাদের উত্যক্ত না করে ধরে নিয়ে বনবিভাগকে খবর দেন৷ এ বারও সেটাই ঘটেছে৷ তিনি হরিণশাবকটি উদ্ধারের জন্য বিশেষ করে চা বাগানের অ্যাকাউন্টেন্ট পিংকু ঘোষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন৷ পাশাপাশি এলাকার সর্বস্তরের জনগণের উদ্দেশে বলেন, বন্যপ্রাণীর বসবাসের উপযুক্ত জায়গা হলো বনজঙ্গল৷ তাই এরা বেরিয়ে এলে যেন বন দফতরের মাধ্যমে তাদের জঙ্গলে ছাড়ার ব্যবস্থা করা হয়৷