Barak UpdatesHappeningsBreaking News
পোদ্দার অ্যান্ড পোদ্দারের বাণিজ্যিক কর্মকাণ্ড দেখে খুশি জেসিবি ইন্ডিয়ার প্রধান
ওয়েটুবরাক, ৫ মেঃ শিলচর সফরে এসে আপ্লুত জেসিবির ম্যানেজিং ডিরেক্টর দীপক শেট্টি। এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ যেমন তাঁকে অভিভূত করেছে, তেমনি তাদের এই অঞ্চলের ডিলার পোদ্দার অ্যান্ড পোদ্দার ইকুইপমেন্ট অ্যান্ড প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের বাণিজ্যিক অগ্রগতি ও কর্মচারী বান্ধব নানা প্রকল্প তাঁকে উদ্দীপ্ত করেছে৷ ব্যবসায়িক সভা কি ব্যক্তিগত আলাপচারিতা, বারবার তিনি উল্লেখ করেন, এমন ডিলাররাই জেসিবিকে এগিয়ে নিয়ে যায়৷
গত শুক্রবার একদিনের শিলচর সফরে আসেন জেসিবি ইন্ডিয়ার প্রধান দীপক শেট্টি৷ উত্তর-পূর্বে তাদের ৭টি ডিলারশিপ ও ৩৩টি আউটলেট রয়েছে৷ এই সবের মাধ্যমে জেসিবি উত্তরপূর্বের পরিকাঠামোগত উন্নয়নে অংশ নিয়ে চলেছে বলেই দাবি করেন তিনি৷ শেট্টির কথায়, আট রাজ্যের এই অঞ্চল দেশের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছে৷ জেসিবি তাই বিশ্বমানের মেশিনপত্র সরবরাহের মাধ্যমে তাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ৷
তিনি এ দিন পোদ্দার অ্যান্ড পোদ্দারের বিক্রি করা দুটি এক্সকেভেটরের চাবি দুই ক্রেতা নীলেশ আগরওয়াল ও বুধমল বৈদের হাতে তুলে দেন৷ শেট্টি বলেন, অত্যন্ত গর্বের কথা যে, এই ধরনের মেশিন ভারতে উৎপাদিত হচ্ছে৷
পোদ্দার অ্যান্ড পোদ্দার ইকুইপমেন্ট অ্যান্ড প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিবেক পোদ্দার জানান, ২০০৬ সাল থেকে তিনি জেসিবির সঙ্গে জড়িত৷ দুই দশকে তারা গ্রাহকদের চাহিদা মিটিয়ে একটা বিশেষ সম্পর্কের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন৷ ডিলারশিপের পাশাপাশি শিলচরে তাদের আউটলেটও রয়েছে৷ আউটলেট রয়েছে শিলং, আগরতলা, ক্লেরিয়েট, কুমারঘাট, বর্নিহাট ও উদয়পুরেও৷ এই সবের মধ্য দিয়ে তিনি দুই শতাধিক কর্মসংস্থানে সক্ষম হয়েছে৷ এ ছাড়া সাড়ে সাত শয়ের বেশি যুবক তাঁদের প্রতিষ্ঠানে জেসিবি অপারেটরের প্রশিক্ষণ গ্রহণ করেছেন৷