Barak UpdatesHappeningsBreaking News

বিকে রায়কে সরানোর আশ্বাসেও এনআইটিতে সত্যাগ্রহ ওঠেনি

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর : সত্যাগ্রহের পঞ্চমদিনে এনআইটি ডিরেক্টর দিলীপকুমার বৈদ্য শিলচরে এসে ছাত্রদের সঙ্গে আলোচনায় মিলিত হলেন৷ শুরুতেই তিনি তাঁর অনুপস্থিতির জন্য আন্দোলনকারীদের কাছে দুঃখপ্রকাশ করেন৷ তাদের দাবি মেনে ডিন পদ থেকে বিনয়কৃষ্ণ রায়কে সরিয়ে দেওয়া হচ্ছে, সে কথাও ঘোষণা করেন৷ তবে ডিন অপসারণ প্রক্রিয়ার জন্য দুইদিন সময় প্রয়োজন বলে মন্তব্য করতেই ছাত্ররা না না করে ওঠেন৷ দাবি জানান, লিখিত ভাবে অপসারণের সিদ্ধান্ত জানালেই অনশন প্রত্যাহার করবেন তাঁরা৷ ডিরেক্টর, রেজিস্ট্রার, প্রবীণ শিক্ষকদের অনেকে আলোচনায় অংশ নেন৷ তাঁরা ফ্রুট জ্যুস নিয়ে গিয়েছিলেন৷ কিন্তু খাওয়াতে পারেননি৷ শেষে অবশ্য হতাশ হয়েই ফিরতে হয় ডিরেক্টর টিমকে৷ তিনি পরে বলেন, প্রয়োজনে আবারও ছাত্রদের সঙ্গে কথা বলবেন৷ এনআইটিতে দ্রুত পঠনপাঠন শুরু করতে হবে৷

Rananuj

ছাত্রদের দাবি মেনে ডিরেক্টর বৈদ্য রাতেই প্রবীণ অধ্যাপক বিকে রায়কে ডিন পদ থেকে অপসারণের নির্দেশে স্বাক্ষর করতে চলেছেন৷ এর পর  এ দিন রাতেই অনশন তুলে নিতে পারেন ছাত্ররা৷ এরা অবশ্য সন্ধ্যা থেকেই বিজয়বার্তা ছড়ানো শুরু করে দিয়েছেন৷ ছাত্রদের মোবাইলে মোবাইলে ঘুরছে, আমরাই জিতলাম৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker