NE UpdatesAnalyticsBreaking News
৯২২ বাসের মধ্যে অকেজো ২৬১টি, বিধানসভায় মন্ত্রী পরিমল
গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর ঃ আসাম সরকারের পরিবহণ নিগমের অধীনে থাকা লাল রঙের বাসের মৃত্যুপথ যাত্রার উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। বিধায়ক নুরুল হুদার এক প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহণ মন্ত্রীর বক্তব্য থেকেই এই তথ্য সামনে আসে। বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দাখিল করা তথ্য অনুযায়ী, অসম রাজ্য পরিবহণ নিগমের নিজস্ব বাসের মোট সংখ্যা ৯২২টি। এর মধ্যে বর্তমানে চলাচল করছে ৬৬১টি। রুগ্ন বাসের সংখ্যা ২৬১টি।
এই তথ্য থেকে আরও জানা যায়, মোট ২৬১টি রুগ্ন বাসের মধ্যে ২২০টি লিজ দেওয়ার জন্য টেন্ডার ডাকা হয়েছে। মন্ত্রী বলেন, বেশি খারাপ অবস্থায় থাকা ৪১টি বাস আর্থিকভাবে মেরামতের অনুপযোগী। ফলে এই বাসগুলোকে স্ক্র্যাপিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিধায়ক নুরুল হুদা বলেছেন, রাজ্য সরকার পরিবহণ বিভাগকে একটি অকর্মণ্য বিভাগে পরিণত করেছে।তিনি প্রশ্ন তোলেন, রুগ্ন অবস্থায় থাকা বাসগুলো মেরামতের জন্য কি সরকারের অর্থের অভাব হয়েছে?