India & World UpdatesHappeningsBreaking News
১৬ সদস্যের বিশেষ নির্বাচনী কমিটি গড়ল কংগ্রেস
ওয়েটুবরাক, ৫ সেপ্টেম্বর : টিম ইন্ডিয়ার বৈঠকের ঠিক আগে সোমবার রাতে ১৬ সদস্যের বিশেষ নির্বাচনী কমিটি গঠন করল কংগ্রেস। মল্লিকার্জুন খড়গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও এই কমিটিতে রয়েছেন অধীর চৌধুরী, অম্বিকা সোনি, সলমন খুরশিদ, কে.সি বেণুগোপালের মতো প্রবীণ নেতারা। বলা যায়, চলতি বছরের বিধানসভা নির্বাচনের পাশাপাশি ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে রণকৌশল নির্ধারণের এঁরাই প্রধান ভূমিকা পালন করবেন। তবে এই দলে ঠাঁই পাননি কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে এন্টনি। কমিটিতে ঠাঁই পাননি প্রিয়াঙ্কা গান্ধীও৷
এর আগে গত ২০ আগস্ট কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা সিডব্লুসি গঠন করেছিলেন সভাপতি মল্লিকার্জুন খড়গে। নবীন ও প্রবীণ নেতাদের নিয়ে ওই কমিটিতে সনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন শশী থারুর থেকে এ.কে অ্যান্টনি, অধীর চৌধুরী থেকে প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সিও। আগামী ১৬ সেপ্টেম্বর হায়দরাবাদে সিডব্লুসি বৈঠকের কথাও ঘোষণা করেন সভাপতি মল্লিকার্জুন।
আগামী ৭ সেপ্টেম্বর ভারত জোড়ো যাত্রার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশের প্রতিটি জেলায় ওই দিন ভারত জোড়ো যাত্রা-র আয়োজন করছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটি।