NE UpdatesAnalyticsBreaking News
১০ সেপ্টেম্বরের মধ্যে অরুণোদয়ের ১২০০ টাকা ৭ লক্ষ হিতাধিকারীকে
গুয়াহাটি, ৫ জুলাই ঃ অরুণোদয় প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া ৭ লক্ষ হিতাধিকারী সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে প্রকল্পের ১২০০ টাকা পেয়ে যাবেন। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া ও মন্ত্রী বিমল বরা জানান, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে আড়াই লক্ষ টাকার নিচে আয় থাকা লোকদের বিনামূল্যে চাল সরবরাহ করা হয়েছিল। আগের ক্যাবিনেটে এই সীমা আড়াই লক্ষ থেকে ৪ লক্ষে বৃদ্ধি করা হয়েছিল। সে অনুযায়ী বুধবার অনুষ্ঠিত ক্যাবিনেটে এ বিষয়ে অনুমোদন জানানো হয়। এর ফলে নতুন করে ৪০ লক্ষ হিতাধিকারী উপকৃত হবেন।
এছাড়া ক্যাবিনেটে স্কুল ম্যানেজমেন্ট কমিটির ক্ষেত্রে থাকা নিয়মের সংশোধন করা হয়। সে অনুযায়ী স্কুল ম্যানেজমেন্ট কমিটিগুলোতে একজন নির্বাচিত সদস্য থাকবেন। এছাড়াও বিদ্যালয়ের একজন শিক্ষক ও ২ জন প্রাক্তন শিক্ষার্থী থাকবে।