NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে দুর্ঘটনায় সাত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু
ওয়েটুবরাক, ২৯ মে : পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল সাত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। সোমবার সাতসকালে একটি গাড়িতে তাঁরা বেরিয়েছিলেন। পথে দুর্ঘটনা ঘটলে সাতজন ঘটনাস্থলে প্রাণ হারান৷ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটিতে৷
একটি ইঞ্জিনিয়ারিং কলেজের দশ পড়ুয়া মিলে গাড়ি নিয়ে সোমবার কাকভোরে বেরিয়েছিলেন ছাত্রাবাস থেকে। জানা গিয়েছে, অতিরিক্ত গতির জেরে পথে নিয়ন্ত্রণ হারান চালক। গাড়ি নিয়ে ধাক্কা মারে পথের ডিভাইডারে। তার পর গাড়িটি সোজা গিয়ে মারে একটি পিকআপ ভ্যানে। দুর্ঘটনাটি ঘটেছে গুয়াহাটির জালুকবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি কেটে ৭ ছাত্রের মৃতদেহ বের করা হয়। আরও ছ’জন গুরুতর ভাবে আহত হয়েছেন। গাড়ির বাকি তিন পড়ুয়াকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের সকলেরই অবস্থা আশঙ্কাজনক। চালক-সহ পিকআপ ভ্যানের তিন সওয়ারিও আহত হয়েছেন।
ভাড়া করা ওই গাড়িতে অসম ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় সেমিস্টারের মোট ১০ জন ছাত্র ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন কৌশিক বরুয়া নামে এক ছাত্র। গাড়ির বাকি তিন ছাত্র ও পিক আপ ভ্যানের তিনজনকে গুরুতর জখম অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ছাত্রদের নাম অরিন্দম ভাওয়াল (গুয়াহাটি), রাজকিরণ ভুঁইঞা (মাজুলি), নিয়র ডেকা (গোলাঘাট), কৌশিক বরুয়া (মঙ্গলদৈ), ইমন গায়েন (ডিব্রুগড়), কৌশিক মোহন (চড়াইদেও) ও উপাংশু শর্মা (নগাঁও)। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সোমবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ছাত্রদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান।