Barak UpdatesHappeningsBreaking News

আইনজীবী মোজাম্মিল আলি লস্কর প্রয়াত

ওয়েটুবরাক, ১৬ মার্চ : আইনজীবী, সাহিত্যিক, সংগঠক মোজাম্মিল আলি লস্কর আর নেই৷ বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ বয়স হয়েছিল ৮৩ বছর৷ রেখে গিয়েছেন স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের৷

মোজাম্মিল আলি লস্কর বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন৷ তবু সুযোগ পেলেই বেরিয়ে পড়তেন৷ কোনওদিন বার লাইব্রেরিতে, কোনওদিন বঙ্গভবনে৷ পরিচিতজনদের বাড়িঘরে গিয়েও খোঁজখবর নেওয়ার অভ্যাস ছিল তাঁর৷

এমন জনপ্রিয় ব্যক্তিত্বের প্রয়াণে বরাক উপত্যকা জুড়ে শোক পরিলক্ষিত হয়৷ আইনজীবী হিসাবে যেমন তাঁর ব্যাপক খ্যাতি ছিল, তিনি সাহিত্যিক হিসাবেও ছিলেন সব মহলে সমাদৃত৷

একই ভাবে সংগঠক হিসাবেও ছিলেন সুখ্যাত৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে দীর্ঘকাল ধরে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন৷ নাগরিক অধিকার রক্ষা সমিতি বা সিআরপিসির কাছাড় জেলা সভাপতি ছিলেন মোজাম্মিল আলি লস্কর৷ এনআরসি নিয়ে মানুষের উৎকণ্ঠার সময়ে তিনি সমস্যাদীর্ণদের পাশে দাঁড়িয়েছিলেন৷ তাঁর বিভিন্ন সমাজসেবামূলক কাজে জনগণ উপকৃত হয়েছেন৷

মোজাম্মিল আলি লস্করের জানাজার নামাজ বৃহস্পতিবার রাত আটটায় কনকপুর ঈদগায় হবে বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে৷

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত বলেন, “মোজাম্মিল আলি লস্কর ছিলেন সন্মেলনের অন্যতম অভিভাবক । তাঁর প্রয়াণে আমরা আরও এক অগ্রণীকে হারালাম। আইনি পরিসরের বাইরে একজন সুলেখক ও গল্পকার হিসেবে তিনি ছিলেন উজ্জ্বল ব্যক্তিত্ব। শরীর ভালো থাকলে তিনি সন্মেলনের কার্যক্রমগুলোতে উপস্থিত থাকতেন। গত বছর শিলচরে অনুষ্ঠিত সন্মেলনের ২৯তম অধিবেশনে লেখক-সংগঠক পর্যায়ে তাঁকে প্রেমেন্দ্র মোহন গোস্বামী স্মৃতি ভাষা আকাদেমি সম্মাননা প্রদান করা হয়েছিল। “

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker