Barak UpdatesHappeningsSportsBreaking News
শিক্ষক-কর্মচারীদের ইউনাইটেড গেমসে যথেষ্ট সাড়া
ওয়েটুবরাক, ২০ ডিসেম্বরঃ গত রবিবার শিলচর পলিটেকনিকের মাঠে শিলচর জেলা কর্মচারী পরিষদের সহযোগিতায় সারা অসম প্রাথমিক শিক্ষক সংস্থার শিলচর শাখা আয়োজিত আসাম গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড টিচারস ইউনাইটেড গেমসের পঞ্চম সংস্করণের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। সে দিন মোট ছয়টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে কাছাড় সুপার কিংস কাছাড় মাইটি ইলেভেনের সঙ্গে খেলে দশ রানে বিজয়ী হয়েছে। ম্যাচ সেরা হন অভি পাল।
দ্বিতীয় ম্যাচটি অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজ টিচারস এবং লক্ষীপুর হেলথ ইন্ডিয়ানের মধ্যে হয়। অ্যাসামিজ টিচারস আট উইকেটে ম্যাচটি জিতে যায়। ম্যান অব দ্য ম্যাচ মৃণাল বড়ো।
তৃতীয় ম্যাচ খেলে কাছাড় মাইটি ইলেভেন টিচারস এবং হেলথ রয়্যাল ধলাই। 17 রানে কাছাড় মাইটি ইলেভেন জয়ী হয়। ম্যাচের সেরা জলজিত সিংহ।
চতুর্থ ম্যাচটি ছিল অত্যন্ত জমজমাট। কাটিগড়া ডাইনামাইট টিচারস এবং অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজ টিচারসের প্রতিদ্বন্ধিতায় মাত্র চার রানে ম্যাচের ফয়সলা হয়। কাটিগড়া জয়লাভ করে। ম্যাচের সেরা হন আর্সাদ মজুমদার।
পঞ্চম ম্যাচে কাছাড় সুপার কিংস চার উইকেটে হেলথ রয়্যাল ধলাইকে পরাস্ত করে। ম্যান অব দ্য ম্যাচ অভি পাল।
ষষ্ঠ ম্যাচ খেলে কাটিগড়া ডাইনামাইট টিচারস এবং লক্ষীপুর হেলথ ইন্ডিয়ানস। কাটিগড়ার সামনে লক্ষীপুর ঠিকমতো দাঁড়াতেই পারেনি। ৩৯ রানে তারা জয় হাসিল করে নেয়। ম্যাচসেরা একে বড়ভুইয়া।
স্পোর্টস কো-অর্ডিনেটর শুভাশিস চক্রবর্তী জানান, বিভিন্ন ইভেন্টে তাদের ইউনাইটেড গেমস প্রতি রবিবার অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে যথেষ্ট সাড়া মিলছে। খেলা দেখতে সাধারণ দর্শনার্থীরাও মাঠে উপস্থিত হচ্ছেন।