Barak UpdatesHappeningsBreaking News
আয়ুষ্মান প্রকল্পে কেলেঙ্কারি, মোফাজ্জল গ্রেফতার
ওয়েটুবরাক, ১৯ ডিসেম্বর : অটল অমৃত এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের কোটি কোটি টাকার কেলেঙ্কারির মূল নায়ক মোফাজ্জল হোসেন বড়ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি হাইলাকান্দির এক বেসরকারি হাসপাতাল ও রিসার্চ সেন্টারের স্বত্বাধিকারী৷ এর আগে ওই হাসপাতালের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল হাইলাকান্দি পুলিশ৷ তখনই কেলেঙ্কারিতে জড়িত দুই স্বাস্থ্যকর্মী সাবির আহমেদ মজুমদার ও আকবর হোসেনকে গ্রেফতার করা হয়েছিল৷ সাবির অটল অমৃত অভিযানের হাইলাকান্দি কো-অর্ডিনেটর, আকবর একই প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর৷ কিন্তু মূল মাস্টারমাইন্ড মোফাজ্জল হোসেন বড়ভূঁইয়া পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল৷ রবিবার গোয়েন্দা সূত্রে খবর পেয়ে হাইলাকান্দি সদর থানার সাব-ইন্সপেক্টর বিধান দাসের নেতৃত্বে হাইলাকান্দি পুলিশের একটি টিম স্থানীয় পুলিশের সহযোগিতায় এক অভিযান চালিয়ে শিলচরের মেহেরপুর বটেরতল এলাকার ভাড়াঘর থেকে মোফাজ্জল হোসেন বড়ভূঁইয়াকে গ্ৰেফতার করে।
ভুয়ো রোগীর নামে অটল অমৃত এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের ভুয়ো বিল জমা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছে বলেই অভিযোগ মোফাজ্জলের বিরুদ্ধে৷ বিষয়টি প্রথম ধরা পড়ে গুয়াহাটির প্রধান কার্যালয়ে৷ তাদের অভিযোগের প্রেক্ষিতেই হাইলাকান্দি সদর থানায় এজাহার দায়ের হয় এবং তদন্ত শুরু হয়৷ পুলিশ জানিয়েছে, এই কেলেঙ্কারিতে আরও কয়েকজন জড়িত রয়েছে৷ তাদের কেউ রেহাই পাবে না৷