Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে কৃতী পড়ুয়াদের স্কুটি বিতরণ মন্ত্রী পরিমলের, কাছাড়ে ১৩০৭
December 13, 2022
ওয়ে টু বরাক, ১৩ ডিসেম্বর : রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে ড° বাণীকান্ত কাকতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান মঙ্গলবার কাছাড় জেলায় শিলচরের গুরুচরণ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের ৭৫% বা ততোধিক এবং মেয়েদের ৬০ শতাংশ বা ততোধিক নম্বরপ্রাপ্ত মোট ১৩০৭ ছাত্রছাত্রীকে আনুষ্ঠানিকভাবে স্কুটার বিতরনের উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয় l জেলা ভিত্তিক স্কুটার বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ, আবগারি ও মীন দফতরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রী অনুষ্ঠানে কাছাড় জেলার প্রতীকী হিসেবে এগারো জন ছাত্র-ছাত্রীকে স্কুটি বিতরণ করেন। ব্যবস্থাপনায় ছিলেন কাছাড় জেলা প্রশাসন।
ড° বাণীকান্ত কাকতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লবৈদ্য অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, অভিভাবক সঠিক পথ দেখাচ্ছেন বলে তাদের প্রচেষ্টায় ছাত্রছাত্রীরা ভালো ফল লাভ করেছে। এই মেধা পুরস্কার প্রদান করায় আগামীদিনে নতুন ছাত্রছাত্রীদের উতসাহ বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন। তবে যারা মেধা তালিকায় স্থান পায়নি, তাদের আগামী দিনে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আজ যদি চল্লিশ শতাংশ মেধার স্বাক্ষর রাখতে পেরেছেন তাহলে আগামী দিনে ৮০ শতাংশ মেধার স্বাক্ষর সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রীরা রাখতে পারবেন। মন্ত্রী শুক্লবৈদ্য বলেন, যদি ১০০ শতাংশ ছাত্রছাত্রী প্রয়োজনীয় নম্বর পায় তাহলে সবাইকে এই পুরস্কারে পুরস্কৃত করা হবে। মন্ত্রী ড° বাণীকান্ত কাকতির জীবনী স্মৃতিচারণ করে মেধার স্বাক্ষর রাখতে ছাত্রছাত্রীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে বর্তমান সরকার প্রতিটি সেক্টরে পরিকল্পিত কর্মসূচিগুলির রূপায়ণ করছে।তিনি জনগণকে এতে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন l তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গুরুচরণ কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করা হয়েছে। এরজন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য সকলের করতালি কামনা করেন। এছাড়া শিক্ষার পরিকাঠামো গঠন ও রূপায়ণের ক্ষেত্রে বর্তমান সরকার যে অগ্রণী ভূমিকা নিচ্ছে এর বিস্তৃত উদাহরণ তুলে ধরে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, লক্ষীপুরের বিধায়ক প্রতিনিধি, গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেব, মহিলা কলেজের প্রিন্সিপাল তৃপ্তি দাস প্রমুখ। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা এবং শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায়।