NE UpdatesHappeningsBreaking News
শেষমেশ মিয়া মিউজিয়াম সিলই করে দিল প্রশাসনGovt finally seals Miya Museum at Goalpara
২৫ অক্টোবর : গোয়ালপাড়ার লক্ষীপুরে স্থাপন করা মিয়া মিউজিয়াম অবশেষে সিল করে দিল স্থানীয় জেলা প্রশাসন। এই মিউজিয়ামটি যে ঘরে স্থাপন করা হয়েছিল, সেটি প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর। শিক্ষক এম মোহর আলির নামে রয়েছে ঘরটি। মোহর আলি আবার মিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি। এ ব্যাপারে অসম মিয়া পরিষদের বিরুদ্ধে লক্ষীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিজেপি সংখ্যালঘু মোর্চার এক কার্যকরী সদস্য এই মামলাটি দায়ের করেছেন।
এর আগে রাজ্যের কলাক্ষেত্রে মিয়া মিউজিয়াম স্থাপনের দাবি জানিয়ে তীব্র বিতর্কের মধ্যে পড়েছিলেন বিধায়ক শেরমান আলি আহমেদ। কিন্তু পরবর্তীতে লক্ষীপুরের ডাপকারভিটায় মিয়া পরিষদের জেলা সমিতির উদ্যোগে এই মিউজিয়ামটি স্থাপন করা হয়। এই মিউজিয়ামে মিয়াদের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী সংরক্ষিত করা হয়।
আসামের কলাক্ষেত্রে মিয়া মিউজিয়াম স্থাপনের দাবির প্রেক্ষিতে বিধায়ক শেরমান আলি সেসময় বিভিন্ন স্তরে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। তাঁর এই দাবির প্রেক্ষিতে রাজ্যজুড়ে ধিক্কার জানানো হয়। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সহ অন্য শাসক দলের মন্ত্রী বিধায়করা শেরমান আলির তীব্র সমালোচনা করেছিলেন।