Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে শোভাযাত্রা, সঙ্গীত-নৃত্যে মহর্ষি বিদ্যামন্দিরের স্বাধীনতা দিবস উদযাপন
ওয়েটুবরাক, ১৬ আগস্ট : এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গত সোমবার স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষপূর্তি উৎসব পালন করল মহর্ষি বিদ্যামন্দির, শিলচর। শোভাযাত্রা কাঁঠাল রোড হয়ে ন্যাশনেল হাইওয়ে রোডের সামনে এসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে আবার স্কুলে ফিরে আসে। তারপর জাতীয় পতাকা উত্তোলনের পর শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন স্কুলের অধ্যক্ষা সমিতা দত্ত।
পতাকা উত্তোলনের পর স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে বক্তব্য রাখেন অধ্যক্ষা দত্ত৷ আর্ন্তজালিক মাধ্যমে বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান গিরীশ বর্মা। প্রাক্তন ছাত্রী সোহিনী দামকে এদিন স্কুলের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সোহিনী দাম স্কুলের পুরানো স্মৃতি রোমন্থন করতে গিয়ে দুখানি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।
স্কুলে এদিন বিভিন্ন হাউসের মধ্যে সমবেত সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করে যজুর হাউস। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ঋক হাউস ও শ্যাম হাউস। স্কুলের ছাত্রীরা ভারতমাতার উদ্দেশে এদিন একটি নৃত্য পরিবেশন করে। স্কুলের শিক্ষক অর্ঘরাজ ভট্টাচার্য, শিক্ষিকা সুস্মিতা সেন ও অশিক্ষক কর্মচারী নীলাঞ্জন চক্রবর্তী একক দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের শিক্ষক মঞ্জুলাল দাস। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের ছাত্রী অনুষ্কা গুপ্ত ও খুশবু খাটল।