NE UpdatesHappeningsBreaking News

আলোচনার সম্ভাবনায় জল! ১৫ আগস্ট বনধ ডেকেছে আলফা

ওয়েটুবরাক, ৬ আগস্ট : আগামী ১৫ অগস্ট আসাম বনধ ডেকেছে আলফা (স্বাধীন)৷ ১৪ আগস্ট মধ্যরাত থেকে বনধ চলবে ১৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত । আলফার পক্ষ থেকে স্বাধীনতা দিবস বর্জনেরও আহ্বান জানানো হয়েছে৷ সেই সঙ্গে সে দিন স্বাধীনতা দিবসের সব ধরনের কার্যক্রম থেকে দূরে থাকতে রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছে জঙ্গি সংগঠনটি৷

আলফা, এনএসসিএন, জিপিআরএন এক যৌথ বিবৃতিতে জানায়, জরুরি পরিষেবা, গণমাধ্যম এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে বনধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রহ্মদেশের মধ্যে স্বাক্ষরিত ১৮২৬ সালের ইয়ান্ডাবু চুক্তির উল্লেখ করে আলফার ই-বার্তায় বলা হয়েছে, চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে আসামের সার্বভৌমত্ব মেনে নেওয়া হয়েছে৷ ব্রিটিশ ভারতে এই অঞ্চল হস্তান্তরিত হয়নি৷

উল্লেখ্য, গত বছর আলফা (স্বাধীন) স্বাধীনতা দিবসে বনধ আহ্বান থেকে বিরত ছিল৷ কিন্তু আজকের ই-মেলে নানা প্রশ্ন দেখা দিয়েছে৷ আলফা (স্বাধীন) কি তবে হিমন্ত বিশ্ব শর্মার ওপর আস্থা হারিয়ে ফেলেছে?  পরেশ বরুয়ার আলোচনার আগ্রহ কি ফুরিয়ে গিয়েছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker