Barak UpdatesHappeningsBreaking News

স্বস্তি ! নাগাড়ে কমছে বরাকের জল

ওয়েটুবরাক, ২১ মে : বরাক নদীর জল এখন ক্রমে কমছে৷ শুক্রবার রাতেও কখনও জলস্তর স্থির হয়ে যাচ্ছিল৷ কিন্তু শনিবার ভোর চারটা থেকে শুধুই কমছে৷ শুরুর দিকে এক-দুই সেমি করে কমছিল৷ রাত নয়টা থেকে তিন-চার সেমি করে নামে৷ সর্বশেষ রাত দুটোয় অন্নপূর্ণাঘাটে বরাকের জলস্তর ২০.৬৭ মিটার৷

নাগাড়ে জল কমার দরুন শহরবাসী স্বস্তিতে৷ এখন সমস্ত স্লুইস গেট খুলে দেওয়া সম্ভব হবে৷ তাতে বেরিয়ে যাবে জমাজল৷ বেরেঙ্গা-বেতুকান্দি দিয়ে শহরে ঢুকে পড়া জলকেও তখন বার করার উদ্যোগ নেওয়া হবে৷ কিন্তু থেমে-থেমে আবার বৃষ্টি হচ্ছে বলে মানুষ চিন্তামুক্তও হতে  পারছেন না৷

প্রসঙ্গত, এ বারের বন্যায় জল চড়েছিল ২১.৪৬ মিটার পর্যন্ত৷ ১৮ মে বিকাল তিনটা থেকে রাত সাতটা পর্যন্ত৷ সাম্প্রতিক কালের সর্বোচ্চ জলস্তর বললে উঠে আসে ১৯৮৯ সালের ১ আগস্টের কথা৷ সে দিন জল হয়েছিল ২১.৮৪ মিটার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker