NE UpdatesHappeningsBreaking News
জমি ছেড়েই মেঘালয়ের সঙ্গে সীমাবিবাদ মেটাতে চান হিমন্ত, সর্বদলীয় বৈঠক
ওয়েটুবরাক, ১৯ জানুয়ারি: অসম ও মেঘালয়ের সীমানা সমস্যার আশু সমাধানের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিবাদমান ১২টি এলাকার মধ্যে কম জটিলতা থাকা ৬টি এলাকার সমস্যা মিটিয়ে ফেলা হবে। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মেঘালয় পাবে ১৮.২৯ বর্গ কিলোমিটার জমি। তার মধ্যে রয়েছে পিলিংকাটা, লাম্পি, পশ্চিম গুয়াহাটির কিছু অংশ। অসম পাবে ১৮.৫১ বর্গ কিলোমিটার জমি।
ভবিষ্যতে এই জমিতে অন্য রাজ্য কোনও অধিকার দাবি করতে পারবে না। তবে সিদ্ধান্ত সর্বসম্মত হয়নি৷ কারণ কংগ্রেস মেঘালয়কে জমি দেওয়ার আগে সংবিধানের ২৬৩ নম্বর ধারা অনুযায়ী বিধানসভায় আলোচনার দাবি জানায়। করোনায় সংক্রমিত হওয়ায় রাইজর দলের বিধায়ক অখিল গগৈ বৈঠকে হাজির থাকতে পারেননি। তিনি চিঠি লিখে জানিয়েছেন, দুই রাজ্যের দুই মন্ত্রীর আলোচনায় সীমানা সমস্যার সমাধান হয় না। সামগ্রিকভাবে জনতার মতামত নেওয়া উচিত। সীমানায় বসবাসকারী অসমিয়াদের অধিকার নিয়ে আপস করা চলবে না বলে তিনি সতর্ক করে দেন।