NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

বরাক থেকেই আসামে বিজেপির যাত্রা শুরু, স্মরণ করলেন ভবেশ কলিতা

ওয়েটুবরাক, ১৮ ডিসেম্বর : বরাক উপত্যকা নিয়ে বিজেপি দল ও সরকারের মনোভাব নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে৷ শনিবার শিলচরে দলীয় কার্যালয়ে প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা বলেন, বরাক থেকেই আসামে বিজেপির যাত্রা শুরু হয়েছিল৷ ফলে রাজ্যের বিজেপি নেতারা আজও বরাক থেকে শেখেন৷ ভবেশ কলিতা ১৯৯১ সালের নির্বাচনী ফলাফল উল্লেখ করে বলেন, আসাম বিধানসভায় সে বারই বিজেপি খাতা খোলে৷ প্রথমবারেই ১০ আসন৷ এর মধ্যে ৯টিই বরাকের৷ সে বার বরাকের ২টি সাংসদ পদেও বিজেপি জয়ী হয়৷ তিনি স্বীকার এখন রাজ্যে বিজেপির ৬২ জন বিধায়ক রয়েছেন, আছেন ৯ জন সাংসদ৷ শুধু রাজ্যেই ক্ষমতাসীন বিজেপি, তা নয়৷ পঞ্চায়েত, স্বশাসিত পরিষদ সর্বত্র গেরুয়াবাহিনীর জয়জয়কার৷ এটা সম্ভব হয়েছে শুরুতে বরাক উপত্যকায় সংগঠনের ভিতটা মজবুত হয়েছিল বলে৷

তিনি বিরোধী দল হিসাবে কংগ্রেসকে একেবারে গুরুত্ব দিতে চাননি৷ বলেন, কোথায় বিরোধী! এরাও সরকারের প্রশংসায় পঞ্চমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker