NE UpdatesIndia & World UpdatesHappenings
রবি তামিলনাড়ুর নতুন রাজ্যপাল, নাগাল্যান্ডে মুখীকে অতিরিক্ত দায়িত্ব
ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বর: আর এন রবিকে নাগাল্যান্ড থেকে সরিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল করা হয়েছে। কেন্দ্র ও নাগা জঙ্গি সংগঠনগুলির শান্তি আলোচনার মধ্যস্থতাকারী ছিলেন রবি৷ তাই ২০১৯ সালে তাঁকেই নাগাল্যান্ডের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছিল৷ আশা করা হয়েছিল, তাতে শান্তি প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়। কিন্তু ফল হয় উল্টো। রবির সঙ্গে এনএসসিএন আইএমের বিবাদ ক্রমে বাড়ে। তবে রবিকে সরানো হলেও এখন কাকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা, তা চূড়ান্ত হয়নি। তাই আপাতত অসমের রাজ্যপাল জগদীশ মুখীকেই নাগাল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
তামিলনাড়ুর রাজ্যপাল বানোয়ারলাল পুরোহিতকে বৃহস্পতিবার পঞ্জাবের রাজ্যপাল পদে নিযুক্ত করা হয়েছে৷ এতদিন বানোয়ারিলালই পঞ্জাবের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উত্তরাখণ্ডের রাজ্যপাল পদে লেফটেনান্ট জেনারেল গুরমিত সিংহকে নিযুক্ত করেছেন৷ গুরমিত ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ৷ বেবি রাণী মৌর্যের ইস্তফায় সে রাজ্যে রাজ্যপাল নিয়োগ জরুরি ছিল৷