NE UpdatesBarak UpdatesHappenings

শৃঙ্খল চালিহার বিরুদ্ধে শিলচর থানায় মামলা

ওয়েটুবরাক, ৩০ আগস্ট : শিবসাগরে বাঙালিদের হুমকির প্রতিবাদে লাচিত সেনার  শৃঙ্খল চালিহার বিরুদ্ধে শিলচরে মামলা করল বিডিএফ যুবফ্রন্ট।

যুবফ্রন্টের আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন,  লাচিত সেনা এ রাজ্যে বসবাসকারী অসংখ্য বাঙালি ও অসমিয়াদের প্রীতিপূর্ণ সম্পর্ককে নষ্ট করার উদ্দেশ্যেই এসব ইচ্ছাকৃত ভাবে করছে।  শৃঙ্খল একবার ইতিহাস পড়লেই বুঝতে পারবেন, বাঙালিরা স্বেচ্ছায় এ রাজ্যে আসেননি। আসামে যথাযথ রাজস্ব আদায় হচ্ছে না বলেই ১৮৭৪ সালে তৎকালীন বাংলা থেকে কেঁটে তিনটি জেলাকে আসামে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কাজেই লাচিত সেনার বক্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক ও চরম জাতিবিদ্বেষ প্রসূত। বিডিএফ যুবফ্রন্টের দাবি, সরকার তাঁর বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নিক।

প্রসঙ্গত, শৃঙ্খল শিবসাগরে এক বাঙালি ব্যবসায়ীকে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে নিতে হুমকি দেন৷ আসামে বাঙালি-হিন্দিভাষীদের ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রাজ্য জুড়ে প্রতিক্রিয়া দেখা দেয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker