NE UpdatesHappeningsBreaking News
মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ বিরোধী বিধায়কদের
১২ জুলাই : সোমবার আসাম বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন বিধায়কদের ক্ষমতা নিতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে বিরোধী বিধায়করা বিধানসভার বাইরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ‘গণতন্ত্র রক্ষা করুন’ বলে এ দিন বিরোধী বিধায়করা স্লোগান দেন। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন কংগ্রেস ও এইউডিএফ বিধায়করা। প্রতিবাদী বিধায়করা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে কয়েকদিন আগে সরভোগ বিধানসভা কেন্দ্রের এক প্রকাশ্য সভায় করা মন্তব্য প্রত্যাহার করার দাবি জানান।
এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা একজন বিধায়কের ক্ষমতা ও দায়বদ্ধতা সম্পর্কে ভুল তথ্য তুলে ধরার পাশাপাশি ক্ষমতা কর্তনের চেষ্টা চালিয়ে রাজ্যে এক স্বৈরাচারী পরিবেশ গড়ে তুলতে চাইছেন। এটি গণতন্ত্রের জন্য এক হুমকি। তিনি বলেন, সংবিধানে বিধায়কদের ভূমিকা ও দায়বদ্ধতার কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে। বিধায়করা নিজেদের কেন্দ্রের অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পেয়েছেন কি না সে ব্যাপারে দেখভাল করবেন। বিধানসভা শুধুমাত্র আইন প্রণইয়ন করার জন্য বা অধ্যক্ষের সামনে বক্তব্য রাখার জন্য নয়।
অন্যদিকে, শিবসাগরের বিধায়ক অখিল গগৈ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজন অপরিপক্ক ব্যক্তির মতো অর্থহীন কথা বলা উচিত নয় এবং গণতন্ত্র ও সংবিধানকে তাঁর সম্মান করা উচিত। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এক প্রকাশ্য সভায় বলেছিলেন, একজন বিধায়কের কাজ শুধুমাত্র আইন প্রণয়ন করার ক্ষেত্রেই, আর তা রূপায়ণ করার কাজ করেন মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী এও বলেছিলেন, তিনি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেদিন থেকে সব জেলাশাসক ও পুলিশ সুপার সহ সরকারি আধিকারিকরা বিধায়কদের কথা নয়, মন্ত্রীদের কথাই শুনতে হবে।