India & World UpdatesBreaking News
150 more dies, death toll in China due to Coronavirus reaches 2592প্রাণ হারালেন আরও ১৫০, চিনে করোনার মৃত্যুমিছিল ২৫৯২-এ
২৪ ফেব্রুয়ারি : চিনে করোনা ভাইরাস সংক্রমণে প্রাণ হারালেন আরও ১৫০ জন। ফলে সোমবার সকাল পর্যন্ত চিনে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা পৌঁছল ২,৫৯২-এ। মারণ এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭,১৫০ জন। সোমবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনা ভাইরাসের হানায় এ দিন সকাল পর্যন্ত আরও ১৫০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত চিনে মৃতের সংখ্যা ২,৫৯২।
হুবেই-সহ চিনের অন্যান্য প্রদেশে আক্রান্তের সংখ্যা ৭৭,১৫০ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০৯ জন। হুবেই প্রদেশে আরও ১৪৯ জনের মৃত্যু হয়। উহানেই প্রাণ হারিয়েছেন ১৩১ জন।
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চিনের হুবেই প্রদেশে বিগত ২৪ ঘন্টায় প্রাণ হারালেন আরও ১৪৯ জন। ১৪৯ জনের মধ্যে ১৩১ জনের মৃত্যু হয়েছে হুবেই প্রদেশের উহান শহরে। হুবেই প্রাদেশিক স্বাস্থ্য কমিটি জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত হুবেই প্রদেশে আরও ১৪৯ জনের মৃত্যু হয়েছে। হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৬৪,২৮৭ জন। শুধুমাত্র হুবেই প্রদেশেই ২,৪৯৫ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৬,৭৩৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।