Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে ভ্যাকসিন নিতে এসে ৫০ জন পজিটিভ শনাক্ত50 found Covid positive at vaccination centres in Silchar
ওয়েটুবরাক, ৫ জুন : শিলচর শহরে বিশেষ টিকাকরণের দ্বিতীয় দিনে আজ শনিবার ৬০৭৩ জনকে কোভিডের ভ্যাকসিন দেওয়া হয় । তবে ভ্যাকসিন নিতে আসা ৫০ জনকে আজ করোনা টেস্টে পজিটিভ বলে শনাক্ত করা হয়৷ এদের মধ্যে ৫ জন ৫০-র উর্ধ্ববয়সী।
আগামী ১০ জুন পর্যন্ত শহরের ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ বছরের উর্ধ্বের নাগরিকদের কোভিডের ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ১৮ নম্বর ওয়ার্ডের ভ্যাকসিন
সেন্টারটি স্থানান্তর করা হয়েছে৷ রবিবার থেকে ওই ওয়ার্ডেরই সিস্টার নিবেদিতা স্কুলে টিকাকরণ হবে। শুক্র ও শনিবার ওই ওয়ার্ডের ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময়ী স্কুলে ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু রবিবার থেকে সেখানে আর টিকা দেওয়া হবে না৷
শহরের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাকসিন দেওয়া চলছে এই কেন্দ্রগুলো হলো কাছাড় হাইস্কুল, মালুগ্রাম গার্লস হাইস্কুল, স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির, অভয়াচরণ পাঠশালা, ডা. বি সি রায় হায়ার সেকেন্ডারি স্কুল, গভঃ গার্লস হায়ার সেকেন্ডারি, গভঃ বয়েজ হায়ার সেকেন্ডারি, নরসিং হায়ার সেকেন্ডারি, মহিলা কলেজ, পাবলিক হাই স্কুল, নেতাজি বিদ্যাভবন গার্লস হাই স্কুল, তরুণীমোহন দাসলস্কর একাডেমি, রাধামাধব কলেজ, শ্রীপল্লি বিদ্যামন্দির( লিংক রোড ), টিচার্স ট্রেনিং কলেজ, সিস্টার নিবেদিতা স্কুল, নিরঞ্জন পাল ইনস্টিটিউট, এম এম বালিকা বিদ্যালয়, দুর্গাশংকর পাঠশালা, অধরচাঁদ হায়ার সেকেন্ডারি, ছোটলাল শেঠ ইনস্টিটিউট, রেডক্রস হাসপাতাল, তারাপুর গার্লস হাই স্কুল, জিসি কলেজ, কেন্দ্রীয় বিদ্যালয় এবং সূর্যকুমার হাই স্কুল৷ এই কেন্দ্রগুলিতে সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ১৮বছরের উর্ধ্বের নাগরিকদের বুকিং ছাড়া টিকা দেওয়া হচ্ছে । শনিবার শহরের দুটি কেন্দ্রে কম ভ্যাকসিন
নেওয়া হয়েছে৷ গভঃ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে ১১৮ জন এবং ছোটলাল শেঠ ইনস্টিটিউটে ২১০ জন এ দিন টিকা নিয়েছেন। বাকি ২৬ কেন্দ্রে বেশ ভালো সাড়া পাওয়া গেছে।