ওয়েটুবরাক, ১৫ মার্চ: করিমগঞ্জ জেলার পাঁচটি বিধানসভা আসনের মনোনয়নপত্র পরীক্ষা আজ সোমবার সম্পন্ন হয়েছে৷ মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে দুইজন এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে তিনজন প্রার্থিত্ব বাতিল হয়েছে। তাঁরা হলেন রাতাবাড়ির সমাজবাদী পার্টির অক্ষয় লাল রায় ও অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের অজয় কুমার সরকার এবং দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের রাষ্ট্রীয় উলেমা কাউন্সিলের মহম্মদ জমির উদ্দিন ও দুই নির্দল প্রার্থী স্বপ্না বেগম ও আজির উদ্দিন।
জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে মোট ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছিলেন। শেষপর্যন্ত ৮২ জন নির্বাচনী ময়দানে থেকে গেলেন। রাতাবাড়িতে ৮ জন। পাথারকান্দিতে ২০ জন। উত্তর করিমগঞ্জে ১৮ জন। দক্ষিণ করিমগঞ্জে ২১ জন। এবং বদরপুরে ১৫ জন।