Barak UpdatesBreaking News
বরাকে জলে ডুবল ৫ বিএসএফ ক্যাম্পও5 BSF camps too submerged in Barak
১৪ জুলাইঃ করিমগঞ্জ ও কাছাড় জেলার আন্তর্জাতিক সীমান্ত দুদিন ধরে জলে টইটম্বুর। ভারত-বাংলাদেশ দুইদিকই বন্যার জলে ভাসছে। কাঁটাতারের বেড়ার অধিকাংশই জলের তলায়। এই অবস্থাকে দুর্বৃত্তরা যেন সুযোগ হিসেবে নিতে না পারে, সে জন্য সতর্ক বিএসএফ। জওয়ানরা জলে দাঁড়িয়েই ২৪ ঘণ্টা সীমান্ত প্রহরা দিচ্ছেন। কিন্তু বহু জওয়ানের ডিউটি সেরে ক্যাম্পে ফিরেও বিশ্রামের সুযোগ নেই। করিমগঞ্জ জেলার নীলমণি রোড, চাঁদসিকোণা, লক্ষ্মীবাজার ও তেসুয়া ক্যাম্পে জল ঢুকে পড়েছে। জলে থইথই কাছাড় জেলার কিন্নখাল ক্যাম্পটিও। পাঁচটি ক্যাম্পই নদী তীরবর্তী নীচু জায়গায় বলে প্রতি বছর বৃষ্টির দিনে সমস্যায় ভুগতে হয় তাদের। কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি জানিয়েছেন, সার্কল অফিসারকে ক্যাম্পে পাঠানো হয়েছে। কীভাবে তাদের অস্ত্রশস্ত্র সুরক্ষিত থাকে, কীভাবে জওয়ানরা ভালোভাবে থাকতে পারেন দেখতে বলা হয়েছে।
চারদিন ধরে লাগাতার বর্ষণের দরুন বরাক উপত্যকার তিন জেলাতেই বন্যা দেখা দিয়েছে। স্থানে স্থানে খোলা হয়েছে ত্রাণ শিবির। হাইলাকান্দি-শিলচর রোডে জল ওঠায় ওই পথে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার অবশ্য বরাক সহ অধিকাংশ নদীর জল নামছে।