NE UpdatesHappeningsBreaking News
প্ৰাক্তন জঙ্গিনেতা সুব্রত থাউসেন প্রয়াত
ওয়েটুবরাক, 20 সেপ্টেম্বরঃ উত্তর কাছাড় স্বশাসিত পরিষদের প্ৰাক্তন চেয়ারম্যান, প্ৰাক্তন কার্যনির্বাহী সদস্য সুব্ৰত থাউসেন প্রয়াত হয়েছেন। বুধবার বেলা ২টা নাগাদ হাফলং সরকারি বাগান স্থিত নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অনেক দিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৫১ বছর। রেখে গিয়েছেন স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্যা আত্মীয়স্বজদের। আসাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ডিপ্লোমা হোল্ডার, প্রাক্তন জঙ্গিনেতা সুব্রত থাউসেন ওরফে ফাইচেন ডিমাসা ডিএইচডি-জের শীর্ষকর্তাদের একজন ছিলেন। জঙ্গি সংগঠনটির প্রচারের দায়িত্বে ছিলেন বলে সাংবাদিকদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আত্মসমর্পণ পর্ব এবং পরবর্তীতে শান্তি চুক্তি স্বাক্ষরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
বন্দুক ছেড়ে 2013 সালের পরিষদ নির্বাচনে মাইবাং আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে বিজয়ী হন সুব্রত। 2014 সালের 1 এপ্রিল তিনি বিজেপিতে যোগ দেন। 2015 সালের নভেম্বরে তিনি পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন। তিনমাস ওই দায়িত্ব পালনের পর মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গারলোসা তাঁকে কৃষি বিভাগের কার্যনির্বাহী সদস্য পদে নিয়োগ করেন।