Barak UpdatesBreaking News
দক্ষতা বিকাশে প্রশিক্ষণ নিল শিলচরের ৪০ স্কুলছাত্র40 school students from Silchar takes training in skills development
১০ জানুয়ারিঃ সাতদিনের ‘দক্ষতা বিকাশ প্রশিক্ষণ কর্মসূচি’ শেষ হল শিলচর রাঙ্গিরখাড়ির নেতাজি বিদ্যাবভন স্কুলে। ব্যবস্থাপনায় ছিল নেহেরু যুবকেন্দ্র কাছাড়। শিলচর উচ্চতর বালিকা বিদ্যালয়, অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও নেতাজি বিদ্যাভবনের ৪০ পড়ুয়া অংশ নেয়। বুধবার ছিল সমাপ্তি অনুষ্ঠান। এতে মুখ্য অতিথি ছিলেন কাছাড়ের জেলাশাসক ডা: এস লক্ষণন। তাছাড়া, অন্য অতিথিদের মধ্যে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি পিনাক পাল, শিলচর রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটের সঞ্চালক ডা: পিনাকপানি ভট্টাচার্য, সমাজকর্মী গুরুদাস দেব, অরবিন্দ আচার্য প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন নেতাজি বিদ্যাভবনের অধ্যক্ষ দেবাঞ্জন মুখোপাধ্যায়। এদিন বিদ্যাভবন ও নেহেরু যুবকেন্দ্রের পক্ষে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ডিসি-কে। যুবকেন্দ্রের জেলা সংযোজক শাশ্বতী দেব সহ অতিথিরা কথা বলেন প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে।
জেলাশাসক বলেন, এমন দক্ষতা বিকাশ প্রশিক্ষণ পড়ুয়াদের জন্য খুব জরুরি। তাতে সার্বিকভাবে বিকশিত হবে তাঁরা। পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয় সম্পর্কেও জানার পরিধি বাড়বে পড়ুয়াদের।এধরনের কর্মসূচি হাতে নেওয়ায় উদ্যোক্তাদের সাধুবাদ দেন তিনি।
প্রশিক্ষণের ব্যাপারে বিশদ জানান নেহেরু যুবকেন্দ্রের জেলা সংযোজক শাশ্বতী দেব। বক্তব্য রাখেন এসএমসি সভাপতি পিনাক পালও। পরে সংবর্ধনা জানানো হয় জেলাশাসককে। শেষে ছিল মিত্রা পুরকায়স্থের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।