Barak UpdatesAnalyticsCultureBreaking News

মহিলা ঢাকির দল শিলচর সৎসঙ্গ রোডের পুজোর আকর্ষণ, আলো চন্দননগরের

শারদীয় পুজো '২৩ : (৩)

ওয়ে টু বরাক, ৯ অক্টোবর : শিলচর শহরে বিগ বাজেটের পুজোর তালিকায় এ বার আরও একটি নাম জুড়ল। যারাই পুজো দেখতে বেরোবেন, তাদের একবার শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে যেতেই হবে। এ বার এই পুজো ৩২তম বছরে পা দিয়েছে। কোভিড পরিস্থিতির পর এ বারই প্রথম জাঁকজমকপূর্ণ পুজোর আয়োজন করছে সৎসঙ্গ আশ্রম রোড দুর্গাপূজা কমিটি।

এ বার এই পুজোয় পশ্চিমবঙ্গের হাওড়া থেকে ৮ জনের মহিলা ঢাকি দল আসছে। সঙ্গে থাকবে চন্দননগরের গোপাল রায়ের পরিচালনায় থাকবে বাহারি আলোকসজ্জা। এই ঢাকি দলের পারফরম্যান্স ও আলোকসজ্জা দর্শনার্থীদের অবশ্যই আকর্ষণ করবে। এই পুজোর মূল মণ্ডপটি হবে একটি পৌরাণিক মন্দিরের আদলে। আসলে এই পুজো কমিটির একটি স্থায়ী মণ্ডপও রয়েছে। এই স্থায়ী মণ্ডপকে ঘিরেই তৈরি করা হবে কাল্পনিক মন্দিরটি। এর দায়িত্বে রয়েছেন মিঠু রায় ও রানা চ্যাটার্জি। ভেতরের ১৩ ফুট উচ্চতার শাস্ত্রীয় প্রতিমা তৈরি করবেন নবদ্বীপের শিল্পী পার্থ পাল।

আশ্রম রোড পুজো মণ্ডপ কমিটির সভাপতি অনিলচন্দ্র দে, সাধারণ সম্পাদক সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুজো কমিটির সভাপতি শান্তনু পাল ও সম্পাদক পীযুষকান্তি দেব প্রমুখ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, এ বার মণ্ডপের উদ্বোধন করা হবে ষষ্ঠীর সন্ধ্যায়। এ দিনই মহিষাসুর মর্দিনী নাটক ও অন্য গানের অনুষ্ঠান থাকবে। এই সন্ধ্যায়ই শিশুশিল্পী দেবাংশী দাসের গানের একটি ভিডিও অ্যালবাম উন্মোচন করা হবে। তাঁরা আরও জানিয়েছেন, এ বার পুজো অন্যবারের তুলনায় একটু বড়মাপের হলেও সাত্ত্বিকতায় কোনও খামতি থাকবে না। থাকবে না চাঁদার জুলুমবাজিও। পুজোর বাজেট ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা। সব মিলিয়ে এ বার সত্যিই নজর কাড়তে চলেছে সৎসঙ্গ রোডের পুজো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker