NE UpdatesHappenings

সোমবার থেকে রাজ্যে অনির্দিষ্টকালের চাকা বনধ, বরাকেও সমর্থন

৩ অক্টোবরঃ অল আসাম মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আগামী সোমবার থেকে রাজ্য জুড়ে বেসরকারি বাণিজ্যিক যানবাহনের অনির্দিষ্টকালীন চাকা বনধের ডাক দিয়েছে। এই বনধে বরাকভ্যালি কমার্শিয়াল ট্রান্সপোর্ট ওনার্স কো-অর্ডিনেশন কমিটি পূর্ণ সমর্থন জানিয়েছে। তাদের অন্তর্গত সবকটি সংস্থাই পাশে আছে বলে জানিয়ে দিয়েছে। ওইদিন থেকে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, আগরতলা ও আইজল থেকে কোনও বেসরকারি বাণিজ্যিক যানবাহন গুয়াহাটিতে যাবে না বলে জানান কো-অর্ডিনেশন কমিটির তিন জেলার সভাপতি কিশোরকুমার ভট্টাচার্য, বিজয়কুমার মহালানবিশ ও সুব্রতকুমার দেব। তাঁরা বলেন, তবে স্থানীয়ভাবে সমস্ত গাড়ি চলাচল করবে।

Rananuj

তাঁদের দাবিদাওয়ার মধ্যে রয়েছে, লকডাউন থেকে আগামী ২০২১-র মার্চ পর্যন্ত সমস্ত রোডট্যাক্স রেহাই দিতে হবে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলা গাড়িগুলির ভাড়া দ্বিগুণ করতে হবে, ইনস্যুরেন্স সহ গাড়ির সমস্ত কাগজপত্রের মেয়াদ মার্চ পর্যন্ত বর্ধিত করতে হবে, ২০১৪, ২০১৬ এবং ২০১৯ সালের নির্বাচনের গাড়িভাড়ার সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে, আইনশৃঙ্খলা এবং কোভিড নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত গাড়ির বিলও দ্রুত মিটিয়ে দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker