NE UpdatesIndia & World UpdatesBreaking News

ভাষাসংগ্রামের কথা জানতে শিলচরে কলকাতার সেন্ট জেভিয়ার্স দল

১৪ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বরাক উপত্যকার ভাষা সংগ্রামের কথা জানতে শিলচর এল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ টিম৷ প্রাক্তনী সংস্থার ব্যানারে  হলেও ১০ জনের দলে ৭ জনই বর্তমান ছাত্র৷ ৩ প্রাক্তনী হলেন দীপন দাস, ময়ুখ মুখোপাধ্যায় এবং প্রতীক মল্লিক৷ প্রতীক আবার তাদের বঙ্গ সাহিত্য সমিতির সাধারণ সম্পাদক৷ মূলত আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-গবেষকদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে বাংলাভাষার জন্য লড়াইর জায়গাটা বুঝে নেওয়াই ছিল তাঁদের লক্ষ্য৷

কিন্তু ছাত্র-গবেষকদের আন্দোলন ও এর জেরে বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণার দরুন মত বিনিময় আর ওইভাবে হয়ে ওঠেনি৷ তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়ে চলে যান গাঁধীবাগ স্মৃতিসৌধে৷ সেখানেই রাখা আছে বরাকের ১১ ভাষাশহিদের চিতাভস্ম৷ ১৯৬১ সালের ১৯ মে যেখানে গুলি চালানো হয়েছিল, সেই রেলস্টেশনেও তাঁরা যান৷ সেখানকার স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানান৷ শিলচরের দ্বিজেন্দ্র-ডলি মেমোরিয়াল লাইব্রেরি তাঁদের সম্মানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে৷ সহযোগিতায় ছিল আসাম বিশ্ববিদ্যালয়৷ এর উদ্বোধন করেন ডিন বেলা দাস৷ স্বাগত ভাষণ দেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী৷ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অরিত্র ধরও সেখানে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে স্থানীয় শিল্পী অপু সূত্রধর যেমন গান শোনালেন, দেবাঞ্জন মুখোপাধ্যায় করলেন আবৃত্তি, তেমনি অতিথিরাও নাচে-গানে-আবৃত্তিতে জমিয়ে দেন৷ পৌলমী প্রামাণিক ও অ্যাঞ্জেলিনা কুশারি সুন্দর নৃত্য উপহার দেন৷

সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংস্থার আহ্বায়ক দীপন দাস বলেন, অনেকের ধারণা, সেন্ট জেভিয়ার্সের ছাত্র মানেই সাহেবী সংস্কৃতি৷ আসলে যে তা নয়, আমরাও বাংলা ভাষা-সংস্কৃতিকে লালন করছি৷ তা সকলের মধ্যে ছড়িয়ে দিতেই ২০১৫ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বেরিয়ে পড়া৷

প্রাক্তনী সংস্থা বাংলাদেশে গিয়েছে৷ গিয়েছে সিঙ্গাপুর, দুবাই, তিরুচিরাপল্লীতেও৷ এ বার এল শিলচরে৷ সব ভাষাসংগ্রামীদের সঙ্গে সংযোগ গড়ে তোলা মূল লক্ষ্য বলে তাঁদের এই কর্মসূচির নাম সংযোগ, জানালেন পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দীপন দাস৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker