NE UpdatesHappeningsBreaking News

উমরাংশুর খানডুং বিদ্যুৎ প্রকল্পে জলবিস্ফোরণ, নিপকোর ৩ কর্মচারীর মৃত্যু
3 employees die due to blast at NEEPCO’s Project in Dima Hasao

ওয়েটুবরাক, ২৬ মার্চঃ ডিমা হাসাও জেলার  উমরাংশু খানডং জলবিদ্যুৎ প্রকল্পে জল বিস্ফোরণে নিপকোর তিন কর্মচারী নিহত হয়েছেন। খানডং ড্যামের টার্বাইন পাইপ ফেটে হওয়ার জেরেই এই জল বিষ্ফোরণ সংগঠিত হয়। শনিবার সকাল ১০টার এই ঘটনায় প্রকল্পের আশপাশ এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে। নিহতরা হলেন ডিমব্রা জহুরি, অনুপম শইকিয়া ও জয়ন্ত হাজরিকা। ডিমা হাসাও জেলার দিয়ুংব্রার বাসিন্দা ডিমব্রা ছিলেন নিপকোর ঠিকা ভিত্তিক কর্মচারী৷

যোরহাটের বাসিন্দা অনুপম শইকিয়া হচ্ছেন নিপকোর ইঞ্জিনিয়ার ও জয়ন্ত হাজরিকা নিপকোর সিভিল ম্যানেজার। শনিবার সকালে যখন ড্যামের টার্বাইন বিস্ফোরণ হয়, সে সময় ৫ নম্বর স্লুইচ গেট খোলা ছিল৷ নিপকোর ওই তিন কর্মচারী জলের স্রোত আটকাতে গেট বন্ধ করতে গিয়েছিলেন৷ কিন্তু জলের স্রোতে নেমে আসা পাথর, গাছপালার সঙ্গে ভেসে যান তাঁরা৷ তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার  আশঙ্কা করা হচ্ছে। কারণ জল বিস্ফোরণের ঘটনার সময় নিপকো জলবিদ্যুৎ প্রকল্পে পরিচর্যার কাজ চলছিল৷

গত ২৪ মার্চ রাত থেকে ডিমা হাসাও জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে‌৷ সমগ্র ডিমা হাসাও জেলায় ব্যাপক ক্ষতি সাধন করেছে। তাতেই খানডং ড্যামে জলস্তর বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা সংগঠিত হয়।

২০১৯ সালের ৭ অক্টোবর উমরাংশুর কপিলি জলবিদ্যুৎ প্রকল্পে একই ধরনের জলবিস্ফোরণে পাওয়ার হাউস সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল৷  নিপকোর চার কর্মচারীর মৃত্যু হয় তখন৷ ঠিক আড়াই বছরের মাথায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির জন্য স্থানীয় বাসিন্দারা নিপকো কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker